
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মনের মধ্যে তখন তীব্র যন্ত্রণার ঝড় বয়ে চলেছে। হুহু করে কাঁদছে মন। গলার ভিতর কান্নাগুলো দলা পাকিয়ে আসছিল। তবু দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছিলেন বিষ্ণু সোলাঙ্কি। তাঁর যন্ত্রণাগুলো যেন একের পর এক দুরন্ত শটে পরিণত হয়ে যাচ্ছিল। কান্না বুকে চেপে চোয়াল শক্ত করে সেঞ্চুরিও হাঁকালেন। দেখে কে বলবে, তিনি সদ্যোজাত কন্যাকে হারিয়েছেন। ফুটফুটে মেয়েটির অন্ত্যোষ্টি সেরেই দলে যোগ দিয়েছেন। আর তাঁর অপরিসীম যন্ত্রণাই যেন ফুল হয়ে ফুটল কটকের মাঠে। ১৬১ বলে অপরাজিত ১০৩ রানের দুরন্ত ইনিংস খেলেন বিষ্ণু সোলাঙ্কি। তাঁর এই ইনিংসে রয়েছে ১২টি চার।
চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জির ম্যাচে বরোদার হয়ে পাঁচে ব্যাট করতে নেমেছিলেন বিষ্ণু সোলাঙ্কি। দুরন্ত লড়াই করেন তিনি। তাঁর এই সেঞ্চুরির হাত ধরে ৭ উইকেট হারিয়ে ৩৯৮ রান করে বরোদা। অথচ কয়েক দিন আগেই তাঁর যে মেয়ে ঘর আলো করে জন্ম নিয়েছিল, সেই ছোট্ট মেয়েটির অন্ত্যোষ্টি সেরে খেলতে নেমেছিলেন বিষ্ণু। আর এই ঘটনা দেখার পর ভারতীয় ক্রিকেট মহল, তাঁকে সত্যিকারের হিরোর আখ্যা দিয়েছে।
টসে জিতে চণ্ডীগড়কে ব্যাট করতে পাঠিয়েছিল বরোদা। মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে যায় চণ্ডীগড়। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৯৮ রান করে বরোদার। ২৩০ রানের লিড রয়েছে তাদের। বিষ্ণুর অপরাজিত ১০৩ রান ছাড়া জ্যোতসনিল সিং ৯৬ রান করেন। ৪৩ করেন প্রত্যুষ কুমার। ৩ উইকেট নেন চণ্ডীগড়ের জগজিৎ সিং। ২ উইকেট নিয়েছেন গুরিন্দর সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports