বাংলা নিউজ > ময়দান > 'বন্ধ করো RCB-RCB চিৎকার, এখন আমি INDIA-র', কোহলির নির্দেশে বদলে গেল দর্শকদের জয়ধ্বনি- ভিডিয়ো
পরবর্তী খবর
'বন্ধ করো RCB-RCB চিৎকার, এখন আমি INDIA-র', কোহলির নির্দেশে বদলে গেল দর্শকদের জয়ধ্বনি- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2023, 07:51 AM ISTAbhisake Koley
India vs Australia: এর আগেও জাতীয় দলের হয়ে খেলার সময় কোহলিকে সমর্থকদের উদ্দেশ্যে আরসিবি-আরসিবি চিৎকার বন্ধ করার নির্দেশ দিতে দেখা গিয়েছিল। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
ইশারায় দর্শকদের নির্দেশ কোহলির। ছবি- টুইটার।
জাতীয় দলের হয়ে যখন মাঠে নামেন, তখন যে নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজির কথা মাথায় রাখেন না, সেটা আগেও বহুবার বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ফের দেখা গেল সেই ছবি। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় বিরাটকে এমন এক কাজ করতে দেখা যায়, যাতে জাতীয় দলের প্রতি তাঁর আবেগ কতটা, তা প্রকাশ পায়।
দিল্লি টেস্টে স্লিপে ফিল্ডিং করছিলেন কোহলি। দর্শকরা সমবেতভাবে আরসিবি-আরসিবি বলে চিৎকার শুরু করেন, যা স্বাভাবিকভাবেই কোহলির কানে পৌঁছয়। বিরাট ইশারায় সমর্থকদের বারণ করেন নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নামে জয়ধ্বনি দিতে। তিনি নিজের জার্সিতে থাকা বিসিসিআই-এর লোগোর দিকে ইঙ্গিত করেন।
অর্থাৎ, দর্শকদের কোহলি মনে করিয়ে দেন যে, তিনি এখন ভারতের হয়ে খেলছেন, আরসিবির হয়ে নয়। কোহলির নির্দেশের পরেই সমর্থকদের আরসিবি-আরসিবি চিৎকার বদলে যায় ইন্ডিয়া-ইন্ডিয়ায়। কোহলিও সেই চিৎকারের তালে তালে নিজের আঙুল দোলাতে থাকেন।
কোহলিকে অবশ্য এর আগেও এমন কাজ করতে দেখা গিয়েছে। গতবছর নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের সময় দর্শকরা কোহলিকে দেখে আরসিবি-আরসিবি বলে চিৎকার করছিলেন। তখন বিরাটকে ঠিক একইভাবে বিসিসিআইয়ের লোগোতে আঙুল দেখিয়ে সমর্থকদের মনে করিয়ে দিতে দেখা যায় যে, তিনি এখন জাতীয় দলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।