শুভব্রত মুখার্জি:- বয়স মাত্র ১৩ বছর। আর এই টিনএজ বয়সেই ব্যাডমিন্টনের কোর্ট কাঁপাচ্ছেন ভারতীয় নবীন প্রতিভাবান শাটলার তানভি পাত্রী। আর কয়েক বছর বাদেই হয়ত অবসর নিতে পারেন মহিলাদের ব্যাডমিন্টনে এই মুহূর্তে ভারতের অন্যতম মুখ পিভি সিন্ধু। ভারতের হয়ে যিনি অলিম্পিক গেমসে জিতেছেন জোড়া পদক। অনেক বিশেষজ্ঞ তানভির মধ্যে সিন্ধুর ছায়া দেখছেন। বিশেষজ্ঞদের মতে তানভির যা প্রতিভা রয়েছে তাতে ভবিষ্যতে তিনি ভারতের হয়ে অলিম্পিক গেমসে পদক জয়ের দাবিদার। ওড়িশার এই ছোট্ট মেয়েটি দীর্ঘদিন চিনে অনুশীলন করেছেন। কোচিং নিয়েছেন। আর সম্প্রতি তিনি চিনের চেঙডুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ এশিয়া ব্যাডমিন্টন, অনূর্ধ্ব১৭ এবং ১৫ জুনিয়র চ্যাম্পিয়নশিপে জিতে সকলের নজর কেড়ে নিয়েছেন।
তানভি পাত্রীর পারফরম্যান্স মুগ্ধ করেছে সকলকে। দ্বিতীয় বাছাই ভিয়েতনামের থিথু হুয়েন এনগুয়েনকে হারিয়ে দেন তিনি। ৩৪ মিনিটের ফাইনালে তাঁর কোর্ট কভারেজ ছিল দেখার মতন। তাঁর আক্রমণাত্মক শটে ছিল বৈচিত্র্য। কখনও ড্রপ লট,আবার কখনও স্ম্যাশে তিনি নাস্তানাবুদ করেন তাঁর প্রতিপক্ষকে। খেলার ফল তানভি পাত্রীর পক্ষে ২২-২০,২১-১১। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টন থেকে ভারত ২-৩ টি পদক জয়ের আশা করেছিল।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতা লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের
পুরুষদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে হেরে যান চিরাগ শেট্টি-সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি। মেয়েদের সিঙ্গেলসে প্রিকোয়ার্টারে হারেন পিভি সিন্ধু। ছেলেদের সিঙ্গেলসে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পদক লড়াইয়ের ম্যাচেও হেরে যেতে হয় লক্ষ্য সেনকে। অর্থাৎ প্যারিস গেমস থেকে ব্যাডমিন্টনে খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে। এমন আবহে দাঁড়িয়ে নবীন প্রতিভাবান শাটলার তানভি পাত্রীর পারফরম্যান্স দেখে অনেকেই তাঁকে ভবিষ্যতে ভারতের অলিম্পিক গেমসের সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় রাখছেন।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবিধা হল না মেসিহীন মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
প্রথম গেমে ১৭-১১ পয়েন্টে পিছিয়ে পড়েও যেভাবে লড়াই করে ফিরে এসেছেন এবং গেমটি জিতেছেন তা রীতিমতো কুর্নিশযোগ্য পারফরম্যান্স। তাঁর বাবা রবি নারায়ন পাত্রী এবং মা শৈলবালা পান্ডা দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যারা চিনে থাকতেন কর্মসূত্রে। ফলে তানভি পাত্রীর ব্যাডমিন্টনে হাতে খড়ি কিন্তু হয়েছে চিনেই।২০২০ সালে করোনার সময়ে তাঁর পরিবার ভারতে ফিরে আসে।
আরও পড়ুন-গোল করলেন, করালেন! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
এই মুহূর্তে প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাদেমিতে অনুশীলন করেন তানভি । সেখানকার ডিরেক্টর বিমল কুমারের মতে তানভির মধ্যে ভারতীয় ব্যাডমিন্টনে পরবর্তী সিন্ধু হয়ে ওঠার সবরকম মাল মশলা রয়েছে। চলতি জুনে হায়দরাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া সাব জুনিয়র রাঙ্কিং টুর্নামেন্টে অনূর্ধ্ব১৫ এবং ১৭ টুর্নামেন্ট জেতেন তিনি। এছাড়াও মে মাসেও তানভি মাপুসা এবং গোয়াতেও চ্যাম্পিয়ন হয়েছেন। বালানগিরে ৩৫ তম সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন তিনি। ওড়িশার প্রথম শাটলার হিসেবে ২০২২ সালে লখনউতে অনূর্ধ্ব ১৩ ৩৪ তম জাতীয় সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপেও জেতেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।