আইপিএলের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ লিগের। যদিও এখনই আইপিএলের নাগালের মধ্যে আসাও সম্ভব হচ্ছে না এসএ-২০'র। তবে প্রতিযোগিতার বাজারে পারিশ্রমিক হিসেবে ক্রিকেটারদের হাতে আরও বেশি টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা চোখে পড়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে।
তারকা ক্রিকেটারদের হাতে ঘরোয়া টি-২০ লিগ থেকে অর্থ উপার্জনের বিস্তর বিকল্প রয়েছে এই মুহূর্তে। একই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে দু-তিনটি লিগ অনুষ্ঠিত হচ্ছে। যার ফলে টুর্নামেন্টের জৌলুস ধরে রাখা নিতান্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে বর্তমান পরিস্থিতিতে। যাতে অন্য কোনও লিগের প্রতি আকৃষ্ট না হয়ে দক্ষিণ আফ্রিকাতেই খেলার সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটাররা, প্রকারান্তরে সেই চেষ্টাই করতে দেখা গেল ক্রিকেট সাউথ আফ্রিকাকে।
উদ্বোধনী মরশুমে নজরকাড়া সাফল্য পাওয়ার পরে এসএ-২০'র স্যালারি পার্স বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। গত বছর দল গড়ার জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির হাতে ছিল ৩৪ মিলিয়ন ব়্যান্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ কোটি ১৯ লক্ষ টাকা। নতুন মরশুমে তার সঙ্গে যোগ হচ্ছে আরও ৫.১ মিলিয়ন ব়্যান্ড।
অর্থাৎ এবার থেকে এসএ-২০'র প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল গড়ার জন্য খরচ করতে পারবে ৩৯.১ মিলিয়ন ব়্যান্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি ৫০ লক্ষ টাকা। যদিও এবার থেকে স্কোয়াডে বাড়তি একজন ক্রিকেটারকেও নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।
আরও পড়ুন:- '৪-৫টি ম্যাচ খেলেই…' বিশ্বকাপ জেতার থেকেও কেন IPL চ্যাম্পিয়ন হওয়া কঠিন, যুক্তি দিয়ে বোঝালেন সৌরভ
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বাধ্যতামূলক একটি নিয়ম চালু করছে দ্বিতীয় মরশুম থেকে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াডে দক্ষিণ আফ্রিকার এমন একজন আনকোরা ক্রিকেটারকে দলে নিতে হবে, যাঁর বয়স ২২-এর কম এবং যিনি আগে কখনও এসএ-২০'তে অংশ গ্রহণ করেননি। যার অর্থ, প্রতিটি স্কোয়াডে ক্রিকেটার সংখ্যা ১৮ থেকে বেড়ে ১৯-এ দাঁড়াবে। স্কোয়াডে অন্ততপক্ষে ১১ জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাখতেই হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। আগের মতোই ৪ জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলানো যাবে না কোনও ম্য়াচে।
আরও পড়ুন:- IND vs WI: ডমিনিকা থেকে ফ্লোরিডা, একমাস ধরে চলবে ক্রিকেট উৎসব, দেখুন ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলকে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বীহীন দেখাচ্ছে। কেননা আইপিএলের ৯৫ কোটি টাকা স্যালারি পার্সের তুলনায় অন্যান্য টি-২০ লিগের সার্বিক স্যালারি পার্সকে নিতান্ত ফিকে দেখাচ্ছে। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে সর্বোচ্চ পারিশ্রমিকের ক্রিকেটার যেখানে প্রায় ৪ কোটি ১০ লক্ষ টাকা হাতে পান, সেখানে পঞ্জাব গতবছর স্যাম কারানকে কেনে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায়। অর্থাৎ, এক্ষেত্রে একজন ক্রিকেটারের দামই এসএ-২০'র একটি গোটা দলের স্যালারি পার্সের থেকে বেশি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।