উইম্বলডনের শেষদিকে বেশ কয়েকটা ম্যাচেই উপস্থিত থেকেছেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বরাবরই তিনি টেনিস খেলা পছন্দ করেন। তাই উইম্বলডনসহ বর্তমান টেনিসে নবযুগের তরুণদের মধ্যে লড়াই দেখতে মাস্টার ব্লাস্টার সস্ত্রীক পৌঁছে যাচ্ছিলেন সেন্টার কোর্টে ম্যাচ দেখতে। ইগা সুয়াটেকের জয় থেকে জ্যানিক সিনারের প্রথম উইম্বলডন জয়, সবেরই সাক্ষী থেকেছেন লিটল মাস্টার। রবিবার তিনি পুরুষদের সিঙ্গলস ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন। তার সামনেই স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথমবার উইম্বলডনের শিরোপা জেতেন ইতালির জ্যানিক সিনার, যাকে নিয়ে গতবছর ডোপিংকাণ্ডে প্রচুর বিতর্ক হয়েছিল।
২৩ বছর বয়সী সিনারের এটি চতুর্থ গ্র্যান্ডস্লাম। এতদিন ঝুলিতে ছিল দুটি অস্ট্রেলিয়ান ওপেন এবং একটি ইউএস ওপেন। এবার যুক্ত হল একটি উইম্বলডনের খেতাবও। আলকারাজকে তিনি হারালেন ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে। অর্থাৎ পিছিয়ে পরেও দুর্দান্ত কামব্যাক করেন ইতালির টেনিস তারকা। এমন রুদ্ধশ্বাস ম্যাচ দেখার পর আলকারাজকে হারানোর জন্য সিনারকে প্রশংসায় ভরিয়ে দেন লিটল মাস্টার।
সচিন তেন্ডুলকর নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘উইম্বলডনের ফাইনাল ম্যাচ যেমন হওয়ার, তেমনই হয়েছে। দুই খেলোয়াড় সিনার এবং আলকারাজ নিজের সেরাটা বের করে নিয়ে আসার চেষ্টা করেছে। অনেক শুভেচ্ছা সিনারকে, এখন থেকে ও স্পেশাল ক্লাবে ঢুকে পড়ল। আলকারাজও ভালো খেলেছে, আরও অনেক ফাইনাল ওর জন্য আগামী দিনে অপেক্ষা করছে ’।
প্রথম সেটে আলকারাজ এগিয়ে গেছিলেন। দেখে মনে হচ্ছিল, এবারও স্প্যানিশ তারকার পকেটেই যাবে উইম্বলডন। কিন্তু দ্বিতীয় সেট থেকেই কেমন যেন স্নায়ুচাপে ভুগতে থাকেন স্পেনের তারকা। বেশ কয়েকটা আনফোর্সড এরর করে বসেন। সার্ভের ক্ষেত্রে কিছু বল লাগে নেটে, আবার কিছু আউট অফ দ্য লাইন হয়ে যায়। আর সেই সুযোগেই খেলায় ফিরে চাপ বাড়াতে থাকেন সিনার।
একটা সময় এই সিনারকেই প্রায় হারিয়ে দিয়েছিলেন গ্রিগর দিমিত্রভ, কিন্তু চোট পেয়ে দিমিত্রভ উঠে যাওয়ায় তিনি বেঁচে যা সেযাত্রায়। এরপর ইতালির সিনার কিন্তু জকোভিচ, আলকারাজের মতো তারকাদের টপকেই নিজের প্রথম উইম্বলডন খেতাব জিতলেন। ম্যাচ শেষে আলকারাজের উদ্দেশ্যে সিনার বলেন, ‘আমি কার্লোসকে দিয়ে শুরু করব। অসাধারণ খেলেছে এই প্রতিযোগিতায়, এত ভালো খেলা উপহার দেওয়ার জন্য ওকে ধন্যবাদ। ওর বিরুদ্ধে খেলা খুবই কঠিন, কিন্তু কোর্টের বাইরেও আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। আমরা সব সময়ই নিজেদের তৈরি করার চেষ্টা করি, যাতে আরো উন্নতি করতে পারি নিজেদের খেলায়। এভাবেই এগিয়ে যাও, এভাবেই পরিশ্রম করে যাও, এই ট্রফি আরও অনেকবার তুমি ধরতে পারবে, ইতিমধ্যেই দুবার তুমি জিতেছ উইম্বলডন ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।