
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইপিএলে যে রানের বন্যা শুরু হয়েছিল, তাও ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতেও অব্যাহত। বিরাট কোহলি, পৃথ্বী শ ও দেবদূত পাডিক্কালের পর মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে এক মরশুমে চারটি শতরান এসেছে রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে। তা সত্ত্বেও তিনি হতাশ।
আইপিএলে গত মরশুমে সর্বোচ্চ রানসংগ্রাহ রুতুরাজ, মহারাষ্ট্রের হয়ে বিজয় হাজারের পাঁচ ম্যাচে ১৫০.৭৫-র গড়ে মোট ৬০৩ রান করেন। মহারাষ্ট্র অধিনায়কের এমন তাবড় ফর্ম সত্ত্বেও তাঁর দল টুর্নামেন্টের নক আউট পর্বের টিকিট পাকা করতে ব্যর্থ হয়। এর জেরেই ব্যক্তিগত সাফল্যের পরেও হতাশ রুতুরাজ। Times of India-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যাটার হিসেবে চারটি শতরান করার অনুভূতিটা সত্যিই দারুণ। কিন্তু দলগতভাবে যদি আমরা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারতাম তাহলে আমি বেশি সন্তুষ্ট হতাম। তবে হ্যাঁ, আমরা দল টুর্নামেন্টে যেমনভাবে খেলে, তাতে আমি দলের পারফরম্যান্সে গর্বিত।’
তাঁর দল মহারাষ্ট্রে কোয়ালিফাই করতে না পারলেও বিজয় হাজারের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে রুতুরাজ আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ওয়ান ডে দলে নিজের জায়গা প্রায় পাকা করে নিয়েছেন বলেই। তবে রোহিত শর্মা ফিট হয়ে গেলে এবং লোকেশ রাহুলের উপস্থিতিতে তিনি টিম ইন্ডিয়ার প্রথম এগারোতে সুযোগ পান কিনা, এবং পেলেও কোন পজিশনে সুযোগ পান, সেটা সময়ই বলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports