নিউজিল্যান্ডের ড্রেসিংরুমে বর্ণবাদের মুখে পড়েছিলেন রস টেলর। নিজের আত্মজীবনীতে এমনই দাবি করলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর দাবি, ‘ভ্যানিলা’ দলের মধ্যে বাদামি মুখ হয়ে থেকেছেন। বর্ণবিদ্বেষী মন্তব্য করে তা ‘ঠাট্টা’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড হেরাল্ডে টেলরের আত্মজীবনী 'রস টেলর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'-র সারাংশ প্রকাশিত হয়েছে। তাতে সামোয়া উপজাতির বংশোদ্ভূত টেলর বলেছেন, ‘নিউজিল্যান্ডে ক্রিকেট বেশ শ্বেতাঙ্গদের খেলা (হিসেবে বিবেচিত হয়)। কেরিয়ারের অধিকাংশ সময় আমি ব্যতিক্রম হয়ে থেকেছি। ভ্যানিলা (গায়ের রং বোঝাতে) দলের মধ্যে হয়ে থেকেছি বাদামি।’ সঙ্গে তিনি বলেন, ‘এই খেলায় পলিয়েশিয়ান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। সম্ভবত এটাও অবাক করার নয় যে আমায় কখনও কখনও মাউরি বা ভারতীয় হিসেবে মনে করা হয়।’
চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টেলর। যিনি নিউজিল্যান্ডের ক্রিকেটের অন্যতম মুখ হয়ে থেকেছেন। সেই কিংবদন্তি বলেছেন, ‘অনেক দিক থেকেই ড্রেসিংরুমের খুনসুটি থেকেই বিষয়টি বোঝা যেত। একজন সতীর্থ আমায় বলত যে রস, তুমি অর্ধেক ভালো মানুষ। কিন্তু অর্ধেক অংশটা ভালো? আমি কী বলতে চাইছি, তা তুমি জান না। আমি বুঝতাম যে আমি জানতাম। জাতিগত বিষয় নিয়ে অন্যান্য খেলোয়াড়দেরও এরকম মন্তব্যের মুখে পড়তে হত।’
কোন সতীর্থ সেই মন্তব্য করেছিলেন, তা প্রকাশ না করলেও টেলর বলেছেন, ‘যে পাকেহারা (শ্বেতাঙ্গ কিউয়ি খেলোয়াড়) সেই মন্তব্য শুনত, তারা ভাবত যে এটা স্রেফ খুনসুটি। কিন্তু সে শ্বেতাঙ্গ হিসেবে ওরা ওই কথাগুলো শুনেছিল। ওর মতো মানুষকে উদ্দেশ্যে সেই মন্তব্য করা হয়নি। তাই কোনও প্রতিরোধের বিষয় ছিল না। কেউ তাকে শুধরে দেয়নি।’ সঙ্গে তিনি বলেন, ‘তখন ভাবতে হত যে তুমি যদি বিষয়টি নিয়ে সরব হও, তাহলে বড় সমস্যা তৈরি করবে ফেলবে বা নখদন্তহীন খুনসুটির বিষয়ে জাতিগত কার্ড খেলার অভিযোগ চাপবে। তাই মোটা চামড়া তৈরি করার কাজটা সহজ মনে হত এবং তা হজম করে যেতে হত। কিন্তু সেটা কি ঠিক?’
আরও পড়ুন: এজবাস্টনে ভারতীয় সমর্থকদের নোংরা 'বর্ণবিদ্বেষী আক্রমণ', ১ জনকে পাকড়াও করল পুলিশ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।