Ranji Trophy: দুর্ভেদ্য অনুষ্টুপ, অপ্রতিরোধ্য আকাশ দীপ, হরিয়ানার বিরুদ্ধে বাংলার জয়ে কারা কতটা অবদান রাখলেন দেখে নিন
Updated: 20 Jan 2023, 12:42 PM ISTরোহতকে হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ১ ইনিংস ও ৫০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলা। শুরুতে ব্যাট করে বাংলা ৪১৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা প্রথম ইনিংসে ১৬৩ এবং ফলো-অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে অল-আউট হয়। বাংলার এমন দুরন্ত জয়ে কারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন দেখে নেওয়া যাক।
রোহতকের লাহলিতে ফার্স্ট ক্লাস ম্যাচ মানেই পেসারদের হাত নিশপিশ করবে নিশ্চিত। এই মাঠে বরাবর পেসারদের দাপট দেখা যায়। এমন কঠিন পিচ ও পরিস্থিতিতে দুর্দান্ত শতরান করে অনুষ্টুপ মজুমদার বাংলার জয়ের মঞ্চ প্রস্তুত করেন। হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে একটি ইনিংসে ব্যাট করে বাংলা। অনুষ্টুপ সেই ইনিংসে ১৪টি বাউন্ডারির সাহায্যে ২৪৫ বলে ১৪৫ রান করেন। ছবি- পিটিআই।
পরবর্তী ফটো গ্যালারি