ব্যক্তিগত কারণে এবছর রঞ্জি ট্রফির গ্রুপ লিগের ম্যাচগুলি থেকে সরে দাঁড়িয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তবে নক-আউটে ঋদ্ধিকে দলে পাচ্ছে বাংলা। কোয়ার্টার ফাইনালের আগে চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ঋদ্ধিমান সাহা বাংলার রঞ্জি দলে ফিরলেন।
সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য দল ঘোষণা করে বাংলা। ২২ জনের স্কোয়াডে ঋদ্ধিমান সাহা ছাড়াও নাম রয়েছে মহম্মদ শামির। যদিও বিসিসিআই ছাড়লে তবেই শামি বাংলার হয়ে মাঠে নামতে পারবেন।
আইপিএলের আঙিনায় থাকা শাহবাজ আহমেদ, আকাশ দীপ, ইশান পোড়েলের মতো তারকারাও রয়েছেন বাংলার রঞ্জি স্কোয়াডে। অনূর্ধ্ব-১৯ দলের অভিষেক পোড়েলও জায়গা ধরে রেখেছেন। তবে যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রবি কুমারের জায়গা হয়নি রঞ্জির কোয়ার্টার ফাইনালের স্কোয়াডে।
উল্লেখ্য, আইপিএল ২০২২-এর ঠিক পরেই অনুষ্ঠিত হবে রঞ্জি ট্রফির নক-আউট ম্যাচগুলি। প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলা লড়াইয়ে নামবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। নক-আউট ম্যাচগুলি বেঙ্গালুরুতে আয়োজিত হবে।
বাংলার রঞ্জি স্কোয়াড:- অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, অভিষেক রামন, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, সায়ন শেখর মণ্ডল, মুকেশ কুমার, আকাশ দীপ, ইশান পোড়েল, কৌশিক ঘোষ, ঋত্ত্বিক রায়চৌধুরী, প্রদীপ্ত প্রামানিক, করণ লাল, নীলকণ্ঠ দাস, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ ও অঙ্কিত মিশ্র।
রঞ্জির কোয়ার্টার ফাইনালের সূচি (৪-৮ জুন):-১. প্রথম কোয়ার্টার ফাইনাল: বাংলা বনাম ঝাড়খণ্ড।২. দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: মুম্বই বনাম উত্তরাখণ্ড।৩. তৃতীয় কোয়ার্টার ফাইনাল: কর্নাটক বনাম উত্তরপ্রদেশ।৪. চতুর্থ কোয়ার্টার ফাইনাল: পঞ্জাব বনাম মধ্যপ্রদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।