শুভব্রত মুখার্জি:- প্যারিসে অলিম্পিক গেমসে খেলার পরে দেশে ফিরেছেন কুস্তিগীর ভিনেশ ফোগট।মেয়েদের ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইলে ফাইনালে উঠে ও বডি ওয়েট মাত্র ১০০ গ্রাম বেড়ে যাওয়ার কারণে ফাইনালে নামার আগেই তাঁকে বাতিল করা হয়। এরপর ক্যাস অর্থাৎ কোর্ট ফর আর্বিট্রেশান অফ স্পোর্টসে লড়াই করে ও রায় তাঁর বিপক্ষেই গিয়েছে।এমন আবহে শনিবার নিজের গ্রামে ফিরেছেন ঘরের মেয়ে ভিনেশ ফোগট। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল দেখার মতন। প্যারিসে তিনি সোনার পদক পাননি ঠিক। তবে কমনওয়েলথ গেমসে দুই বারের স্বর্ণপদকজয়ীর সেই আক্ষেপ মিটিয়ে দিয়েছেন তাঁর গ্রামের বয়োজ্যেষ্ঠরা।তারা তাঁকে উপহার দিয়েছেন একটি সোনার পদক।এর পাশাপাশি যে ভালোবাসা তিনি উপহার হিসেবে পেয়েছেন তা অভূতপূর্ব।
আরও পড়ুন-১৯ জানুয়ারি অনূর্ধ্ব ১৯ মহিলা T20 বিশ্বকাপে অভিযান শুরু ভারতের!প্রতিপক্ষ উইন্ডিজ
দিল্লি থেকে একটি রোড শো করে ভিনেশকে তাঁর গ্রাম হরিয়ানার ঝাঁঝারের বালালিতে নিয়ে যাওয়া হয়। মোট ১৩৫ কিলোমিটারের এই যাত্রাপথ ভক্ত, সমর্থকদের আদর-ভালোবাসাতে পেরোতে তাঁর সময় লাগে মোট ১৩ ঘন্টা। এই যাত্রাপথের বিভিন্ন জায়গায় তাঁর সমর্থকদের তরফে, বিভিন্ন গ্রামের 'খাপ' পঞ্চায়েতের তরফে তাঁকে অভ্যর্থনা দেওয়া হয়। তাঁর জন্মস্থান বালালিতে তাঁকে গ্রামের বয়োজ্যেষ্ঠ সদস্যরা এরপর সোনার পদক দিয়ে বরণ করে নেন। গ্রামে যখন ভিনেশ পৌঁছান ততক্ষণে মধ্যরাত হয়ে গিয়েছিল। তাতেও সমর্থকদের তাঁকে একঝলক দেখতে উৎসাহ, উদ্দীপনার কোন অভাব ছিল না। অত রাতেও হাজার হাজার সমর্থক তাঁকে বীরের সম্মান দেন। সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করতে মধ্যরাত পেরিয়ে গেলে ও হাসিমুখেই সবকিছু মেনে নেন ভিনেশ ফোগট।সবার আশা প্রত্যাশা পূরণে তাঁর মধ্যে একটুও ক্লান্তির ছাপ ছিল না।
সমর্থকদের এই সম্বর্ধনাতে মুগ্ধ হন তিনি। এতটাই মুগ্ধ হন যে তিনি জানিয়ে দেন তিনি বালালির ছোট ছোট মেয়েদের কুস্তি শেখাতে চান। কুস্তি শিখিয়ে তাদেরকে অলিম্পিক্সের জন্য প্রস্তুত করতে চান।যাতে তারা দেশের জন্য পদক জিতে ফিরতে পারেন। ২৯ বছর বয়সী ভিনেশকে এদিন তাঁর গ্রামে দেখার পর তাঁর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আবেগ বাঁধ মানেনি। সকলের চোখেই ছিল আনন্দাশ্রু।
আরও পড়ুন-RG কর-এর ঘটনায় প্রতিবাদে সামিল ফুটবলার-সমর্থকরা! তবে দেখা মিলল না কোনও দলের কর্তাদের…
উপস্থিত সকলকে অনুষ্ঠান মঞ্চ থেকে ধন্যবাদ জানান তিনি। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইচ্ছাপ্রকাশ করেন তিনি চান তাঁর গ্রাম থেকে তাঁর থেকেও বড় কুস্তিগীর উঠে আসুক এটাই চান। যিনি দেশের হয়ে আরো পদক জিতবেন।আরো সম্মান এনে দেবেন দেশকে। প্রসঙ্গত কমনওয়েলথ দুইবার সোনা জয়ের পাশাপাশি এশিয়ান গেমসে ও চ্যাম্পিয়ন হয়েছেন ভিনেশ। পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপেও জিতেছেন সাতটি পদক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।