রবিবার টোকিওতে দিনটা ভারতীয় স্পোর্টসের জন্য অত্যন্ত গর্বের ছিল। পিভি সিন্ধুর টানা দ্বিতীয় অলিম্পিক্স পদক জয়ের পাশাপাশি ইতিহাস রচনা করে ভারতীয় হকি দল। গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে পরাস্ত করে প্রায় চার দশক পর ফের অলিম্পিক্সের শেষ চারে ভারতীয় পুরুষ হকি দল।
গ্রুপ পর্যায়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর্যদুস্ত হওয়া ছাড়া পাঁচটির মধ্যে বাকি চারটি ম্যাচ জিততেই সক্ষম হয় ভারতীয় দল। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধনরাজ পিল্লাই অজিদের বিরুদ্ধে পরাজয়ের পর মনপ্রীত সিংদের খেলায় অভিভূত। তবে টুর্নামেন্টের ফর্ম্যাট বদলে কিছুটা সুবিধা হয়েছে বলেও মনে করছেন তিনি।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে পিল্লাই জানান, ‘১৯৭২ সাল থেকে (শেষবার ভারত অলিম্পিক্সের সেমিফাইনাল খেলেছিল) এর আগে পর্যন্ত আমরা বরাবরই নিজেদের সেরা দলই পাঠাতাম। তবে কাছে গিয়ে একাধিকবার আমরা সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হই। তবে আমার সময় থেকে এখনকার ফর্ম্যাটেও বদল এসছে। আমার সময় গ্রুপ পর্যায় থেকে দুটি দল নক আউট পর্বে কোয়ালিফাই করত, এখন চারটি দল করে। তবে গ্রুপ পর্যায়েও এই ভারতীয় দল ইতিবাচক মনোভাবের সঙ্গেই খেলেছে। একটি খারাপ ফলাফলের (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৭ পরাজয়) পর ওরা যে ভাবে কামব্যাক করেছে, তা প্রশংসনীয়।’
মঙ্গলবার (৩ অগস্ট) বেলজিয়ামের বিরুদ্ধে টোকিওর ওই হকি স্টেডিয়ামে নামবেন মনপ্রীতরা। বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে ভারত যে শুধু সেয়ানে সেয়ানে টক্কর দেবে তাই নয়, ভারতীয় দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পরাস্ত করতেও সক্ষম বলে মনে করছেন ধনরাজ। বিশ্বের দুই নম্বর দলকে পরাস্ত করতে তিন নম্বরে থাকা ভারতের প্রয়োজন সঠিক পরিকল্পনার, এমনটাই দাবি প্রাক্তন ভারতীয় অধিনায়কের।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
‘বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালের অনুভূতিটা অনেকটা গ্লোড মেডেল ম্যাচে মাঠে নামার মতোই। ওরা দারুণ একটা দল। স্পেনের বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ দেখলে ওদের দক্ষতার পরিচয় সহজেই পাওয়া যায়। ওদের বিরুদ্ধে কখন ম্যাচের গতি কমাতে হবে, কখন বল দখলে রেখে চাপ সামলাতে হবে সেই সিদ্ধান্তগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটানা ৬০ মিনিট কখনই সমানভাবে দ্রুত গতির হকি খেলা সম্ভব নয়, তাই বেলজিয়ামের মতো দলের বিরুদ্ধে ভারত কী পরিকল্পনা নিয়ে খেলবে তা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে আমার বিশ্বাস ভারত শুধুমাত্র ওদের কড়া চ্যালেঞ্জই জানাবে না, আমরা ওদের হারানোরও ক্ষমতা রাখি।’ দাবি ভারতীয় কিংবদন্তির।
রবিবার টোকিওতে দিনটা ভারতীয় স্পোর্টসের জন্য অত্যন্ত গর্বের ছিল। পিভি সিন্ধুর টানা দ্বিতীয় অলিম্পিক্স পদক জয়ের পাশাপাশি ইতিহাস রচনা করে ভারতীয় হকি দল। গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে পরাস্ত করে প্রায় চার দশক পর ফের অলিম্পিক্সের শেষ চারে ভারতীয় পুরুষ হকি দল।
গ্রুপ পর্যায়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর্যদুস্ত হওয়া ছাড়া পাঁচটির মধ্যে বাকি চারটি ম্যাচ জিততেই সক্ষম হয় ভারতীয় দল। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধনরাজ পিল্লাই অজিদের বিরুদ্ধে পরাজয়ের পর মনপ্রীত সিংদের খেলায় অভিভূত। তবে টুর্নামেন্টের ফর্ম্যাট বদলে কিছুটা সুবিধা হয়েছে বলেও মনে করছেন তিনি।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে পিল্লাই জানান, ‘১৯৭২ সাল থেকে (শেষবার ভারত অলিম্পিক্সের সেমিফাইনাল খেলেছিল) এর আগে পর্যন্ত আমরা বরাবরই নিজেদের সেরা দলই পাঠাতাম। তবে কাছে গিয়ে একাধিকবার আমরা সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হই। তবে আমার সময় থেকে এখনকার ফর্ম্যাটেও বদল এসছে। আমার সময় গ্রুপ পর্যায় থেকে দুটি দল নক আউট পর্বে কোয়ালিফাই করত, এখন চারটি দল করে। তবে গ্রুপ পর্যায়েও এই ভারতীয় দল ইতিবাচক মনোভাবের সঙ্গেই খেলেছে। একটি খারাপ ফলাফলের (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৭ পরাজয়) পর ওরা যে ভাবে কামব্যাক করেছে, তা প্রশংসনীয়।’
বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে ভারত যে শুধু সেয়ানে সেয়ানে টক্কর দেবে তাই নয়, ভারতীয় দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পরাস্ত করতেও সক্ষম বলে মনে করছেন ধনরাজ। বিশ্বেক দুই নম্বর দলকে পরাস্ত করতে তিন নম্বরে থাকা ভারতের প্রয়োজন সঠিক পরিকল্পনার, এমনটাই দাবি প্রাক্তন অধিনায়কের।
‘বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালের অনুভূতিটা অনেকটা গ্লোড মেডেল ম্যাচে মাঠে নামার মতোই। ওরা দারুণ একটা দল। স্পেনের বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ দেখলে ওদের দক্ষতার পরিচয় সহজেই পাওয়া যায়। ওদের বিরুদ্ধে কখন ম্যাচের গতি কমাতে হবে, কখন বল দখলে রেখে চাপ সামলাতে হবে সেই সিদ্ধান্তগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটানা ৬০ মিনিট কখনই সমানভাবে দ্রুত গতির হকি খেলা সম্ভব নয়, তাই বেলজিয়ামের মতো দলের বিরুদ্ধে ভারত কী পরিকল্পনা নিয়ে খেলবে তা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে আমার বিশ্বাস ভারত শুধুমাত্র ওদের কড়া চ্যালেঞ্জই জানাবে না, আমরা ওদের হারানোরও ক্ষমতা রাখি।’ দাবি ভারতীয় কিংবদন্তির।|#+|
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।