
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Dhiraj Bommadevara and Ankita Bhakat Mixed Archery: ভারতীয় জুটি ধীরাজ বোম্মাদেভারা এবং অঙ্কিতা ভকত প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়লেন। তবে পদক জিততে ব্যর্থ হল তাঁরা। ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক পদক ছিল। তবে আমেরিকার কাছে হেরে সেই পদক হাতছাড়া করেন ধীরাজ বোম্মাদেভারা এবং অঙ্কিতা ভকত।
শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম সেট জেতে আমেরিকা। ২ পয়েন্টে এগিয়ে যায় আমেরিকা। শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় সেটেও জয় পায় আমেরিকা। অঙ্কিতা ভকত দুটো সেটের শুরুতেই সাত পয়েন্ট, ফলে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। প্রথম দু সেটেই চার পয়েন্টে এগিয়ে যায় আমেরিকা। তবে এরপরে ম্যাচে ফেরে আমেরিকা। তৃতীয় সেট নিজেদের দখলে করে ভারত। ফলে স্কোর হয়ে যায় আমেরিকা ৪ এবং ভারত ২। জমে ওঠে লড়াই। তবে শেষ সেট জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে আমেরিকা।
ধীরাজ এবং অঙ্কিতা হলেন প্রথম ভারতীয় তিরন্দাজ যারা অলিম্পিক্সের বিভিন্ন ইভেন্টে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। অলিম্পিক্সে কোনও ভারতীয় আর্চার/টিম সেমিফাইনালে উঠতে পারেনি। তবে সেটাই করে দেখিয়েছে ধীরাজ এবং অঙ্কিতা জুটি। তবে ধীরজ বোম্মাদেভরা এবং অঙ্কিতা ভকতের মিশ্র ডাবসল তীরন্দাজ জুটি সেমিফাইনালে কোরিয়ার মুখোমুখি হয়েছিল এবং সেখানে তারা কিছু ভুল করে বসে। যেখানে ভারতীয় জুটিকে হারের মুখোমুখি হতে হয়েছিল। এবার তারা ব্রোঞ্জ পদকের জন্য আমেরিকাকে চ্যালেঞ্জ করেন ধীরাজ ও অঙ্কিতা।
আরও পড়ুন… প্রথমবার দ্বিপাক্ষিক ODI সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান! প্রকাশিত হল ঐতিহাসিক সফরের সূচি
এদিন কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়ে ছিল। খেলার ফাইনাল স্কোর ছিল ভারত ৫ এবং স্পেন ৩। ভারতের মিশ্র ডাবলস তিরন্দাজ জুটি ধীরাজ বোম্মাদেভারা এবং অঙ্কিতা ভকত প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে স্পেনের পাবলো গঞ্জালেস এবং ইলিয়া ক্যানালেসের জুটিকে ৫-৩ ফলে পরাজিত করে শেষ চারে উঠেছে। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার তিরন্দাজদের মুখোমুখি হয়েছিল ভারত। তবে এই ম্যাচে হেরে যায় ধীরাজ এবং অঙ্কিতা।
আরও পড়ুন… Paris Olympics 2024: তিরন্দাজিতে ভারতের চমক, প্রথমবার সেমিতে পৌঁছাল ধীরাজ-অঙ্কিতার হাত ধরে
চতুর্থ সেটের প্রথম দুই শটে অঙ্কিতা ও ধীরজ জুটি ১৮ স্কোর করে। অন্যদিকে, শিওন লিম এবং উজিন কিমের জুটি প্রথম দুটি শটে নিখুঁত 10 স্কোর করে 20 স্কোর করে এবং দুই পয়েন্টের লিড নেয়। ভারতীয় জুটি পরের দুটি শটে নিখুঁত 10 সেকেন্ড করে, তাদের মোট স্কোর 38 এ নিয়ে যায়। কোরিয়ান জুটি অবশ্য পরের দুটি শটে ১০টি করে স্কোর করে এবং ৩৯ পয়েন্ট নিয়ে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচে ভারত হেরেছে ২-৬ গোলে। ভারতীয় জুটির অবশ্য এখনও ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ রয়েছে। একই সঙ্গে কোরিয়ান দল ফাইনালে পৌঁছে অন্তত একটি রৌপ্য পদক নিশ্চিত করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports