টোকিও অলিম্পিক্সের শুটিং থেকে খালি হাতে ফিরতে হল ভারতকে। সোমবারই গেমসে শুটিং ইভেন্টের শেষ দিন। শেষ দিনে ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ভারতের প্রতিনিধি ছিলেন ঐশ্বরী প্রতাপ সিং তোমার ও সঞ্জীব রাজপুত। ভারতীয়দের এটাই ছিল শেষ ইভেন্টে। স্বাভাবিকভাবেই পদকের আশায় ঐশ্বরী ও সঞ্জীবের দিকে তাকিয়ে ছিল সারা দেশ। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি দু'জনেই।
সমর্থকদের হতাশ করে কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই ছিটকে যান দুই ভারতীয় শুটার। ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে প্রথম আটে থাকতে হতো। ৩৯ জন শুটারের মধ্যে ঐশ্বরী ১১৬৭ পয়েন্ট স্কোর করে ২১ নম্বরে থাকেন। সঞ্জীবের পারফর্ম্যান্স আরও খারাপ। তিনি ১১৫৭ পয়েন্ট স্কোর করে থাকেন ৩২ নম্বরে।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।