শুভব্রত মুখার্জি: টেস্ট সিরিজের হতাশা প্রথম ওয়ানডে ম্যাচেই কিছুটা হলে কাটিয়ে তুলল পাকিস্তান দল। ম্যাচে ১১ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ছয় উইকেটে জিতল নাসিম শাহরা। ফলে সিরিজে আপাতত ১-০ ফলে এগিয়ে গেল পাকিস্তান দল। এদিন বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন নাসিম শাহ। তাঁর পাঁচ উইকেটে ভর করে নিউজিল্যান্ডকে কম রানে আটকে রাখতে সমর্থ হয় পাকিস্তান। পরবর্তীতে তাঁদের তিন ব্যাটারের অর্ধশতরানে ভর করে জয় নিশ্চিত করে পাকিস্তান।
আরও পড়ুন… ভারত সফরের প্রথম টেস্টে খেলবেন না অজি স্পিডস্টার মিচেল স্টার্ক!
উল্লেখ্য পাকিস্তানের সর্বশেষ ওয়ানডেতেও ভালো পারফরম্যান্স করেছেন নাসিম শাহ, বাবর আজম। আবার ফের এদিনও দারুণ পারফরম্যান্স করলেন তাঁরা। আর তাঁদের পারফরম্যান্স ফারাক গড়ে দিল দুই দলের। শেষ ম্যাচের মতন এদিনও নাসিম পেলেন পাঁচ উইকেট। ব্যাট হাতে বাবর করলেন অর্ধশতরান। বাবরকে যোগ্য সঙ্গত দিলেন ফখর জামান এবং মহম্মদ রিজওয়ান। করাচিতে সোমবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান জিতল ৬ উইকেটে।
আরও পড়ুন… উমরান কি আখতারের গতিকে ছুঁতে পারবেন? সচিনের উদাহরণ টেনে পাক প্রাক্তনীর উত্তর
এদিন নিউজিল্যান্ডের প্রথম সাত ব্যাটারের চারজন ত্রিশ রানের গন্ডি পেরলেও বড় রান করতে পারেননি কোন ব্যাটার। যার ফল ভুগতে হল নিউজিল্যান্ড দলকে। ফিন অ্যালেন (২৯), কেন উইলিয়ামসন (২৬), ড্যারিল মিচেল (৩৬), টম ল্যাথাম (৪২), গ্লেন ফিলিপস(৩৭) , মাইকেল ব্রেসওয়েল (৪৩) এবং মিচেল স্যান্টনার (২১) এদিন উইকেটে সেট হয়ে গেলেও বড় রান করতে পারেননি। ফলে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৫৫ রান করতে সমর্থ হয় পাকিস্তান। নাসিম ৫৭ রানে নেন ৫ উইকেট। অভিষেকে হওয়া লেগ স্পিনার উসামা মির ৪২ রান দিয়ে নেন ২টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।