কাঞ্চনের বাড়িতে অন্নপ্রাশনের নিয়ম নেই। তাই অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতে ইসকন মন্দিরে গিয়ে মেয়ের মুখে প্রসাদ দিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সেই অনুষ্ঠানের নানান মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এবার নিজের ইনস্টা স্টোরিতে অনুষ্ঠানের কিছু অদেখা মুহূর্তের ছবি দিলেন শ্রীময়ী।
কী আছে শ্রীময়ী চট্টরাজের সেই পোস্টে?
শ্রীময়ীর ইনস্টাস্টোরিতে উঠে আসা দুটি ছবিতে তাঁকে কৃষভিকে কোলে নিয়ে কালীঘাট মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রীর মা, দিদি, জামাইবাবু ও বোনঝি। ছবি দেখেই বোঝা যাচ্ছে, অন্নপ্রশানের দিন ইসকনের অনুষ্ঠানের পর কালীঘাট মন্দিরেও গিয়েছিলেন তাঁরা। তবে এই দুটি ছবিতে কাঞ্চনের দেখা মেলেনি। আরও একটি ভিডিয়োতে কৃষভিকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ৫ মাসের মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে স্নেহের চুম্বনে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে কৃষভির মাকে। এদিকে কৃষভি তখন কিছুই না বুঝে শুধু ফ্যালফ্য়াল করে তাকিয়ে থাকল। ভিডিয়োর ক্যাপশানে শ্রীময়ী লেখেন, 'Best everlip kiss'।


এদিন ইনস্টাগ্রামে মেয়ে কৃষভির মুখেভাতের অনুষ্ঠানের একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন শ্রীময়ী চট্টরাজ। সেখানেই দেখা যাচ্ছে নাতনিকে কোলে নিয়ে নাচছেন অভিনেত্রীর মা। ছোট্ট কৃষভিও তার দিদুনের কোলে হরে কৃষ্ণ গানের তালে নাচছে। তখন ইসকন মন্দিরে চলছিল হরিনাম সংকীর্তন। সকলে হরিনাম গাইছিলেন। এই ভিডিয়ো পোস্ট করে এদিন কাঞ্চন পত্নী লেখেন, 'দিদুনের সঙ্গে হরে কৃষ্ণর তালে তালে নাচছে কৃষভি, রাধে রাধে, হরে কৃষ্ণ।'
কৃষভির অন্নপ্রাশনের মেনুতে বুধবার ছিল নিরামিষ খাবার। আত্মীয় ও কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে এদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারকা দম্পতি। মেনুতে ছিল কালো জিরে দেওয়া আটার লুচি, সাদা ভাত, পোলাও, এঁচোড়ের তরকারি, পনির, ডাল, বেগুনী, পাঁচ তরকারি, পাঁপড়, চাটনি, পায়েস।
যেহেতু ইসকনে পুরো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাই মাছ-মাংস নয়, বরং নিরামিষ পদেই তাঁরা সাজিয়ে ছিলেন মেনু। রুপোর থালা করে ভাত, বিভিন্ন রকম ভাজা, পায়েস সাজিয়ে এদিন কৃষভিকে দেওয়া হয়।
মেয়ের এই বিশেষ দিনে শ্রীময়ী চট্টরাজও পরেছিলেন একটি লাল রঙের রেশম সিল্ক। সঙ্গে সোনার গয়নায় সেজেছিলেন তিনি। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি, ধুতি। কাঞ্চন আবার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার সময় গলায় মালাও পরেছিলেন। আর ছোট্ট কৃষভি পরেছিল লাল বেনারসি, তাও আবার ম্যাচিং ব্লাউজ দিয়ে। মাথায় সোনার মুকুট, শোলার মুকুট, কপালে ছোট্ট লাল টিপ, গলায় একাধিক হার পরে বেশ মিষ্টি দেখাচ্ছিল কাঞ্চন কন্য়াকে।