ঘড়ির কাঁটায় প্রতিটা সেকেন্ড পার হচ্ছে, আর এগিয়ে আসছে মাধ্যমিকের ফলপ্রকাশের সময়। মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে সূচি নির্ধারণ করা হয়েছে, তাতে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানোর সঙ্গে-সঙ্গেই ওয়েবসাইট বা অনলাইনে রেজাল্ট দেখার সময় ক্রমশ এগিয়ে আসবে। শেষপর্যন্ত সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।
আর সকাল ১০ টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্ষদ নির্ধারিত বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। তবে সেখান থেকে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট বা সার্টিফিকেট পাবে না। পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিরা সেইসব নথিপত্র সংগ্রহ করতে পারবেন। তারপর সংশ্লিষ্ট স্কুল থেকে পড়ুয়ারা নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট নিতে পারবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
১) হিন্দুস্তান টাইমস বাংলা (betvisa69.com)।
২) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (result.wbbsedata.com)।
মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য কী কী লাগবে?
রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীর রোল নম্বর (মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে থাকা) এবং জন্মতারিখ জানা থাকলেই হবে। আর কোনও বাড়তি তথ্য লাগবে না।
ওয়েবসাইট থেকে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) হিন্দুস্তান টাইমস বাংলা বা HT বাংলায় আসতে হবে।
২) একদম উপরের দিকেই আছে ‘মাধ্যমিকের রেজাল্ট ২০২৫ Live’। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন পেজ খুলবে। রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ‘ফলাফল চেক করুন’-তে ক্লিক করতে হবে।
৪) তাহলেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখাবে। সেইসঙ্গে প্রিন্ট-আউটও করে রাখা যাবে ডিজিটাল মার্কশিট।
মাধ্যমিক পরীক্ষায় জেলাভিত্তিক পাশের হার (গতবার)
১) কালিম্পং: ৯৬.২৬ শতাংশ।
২) পূর্ব মেদিনীপুর: ৯৫.৪৯ শতাংশ।
৩) কলকাতা: ৯১.৬২ শতাংশ।
৪) পশ্চিম মেদিনীপুর: ৯১.৪১ শতাংশ।
৫) উত্তর ২৪ পরগনা: ৯০.২৬ শতাংশ।
৬) হুগলি: ৮৯.৫৭ শতাংশ।
৭) হাওড়া: ৮৯.৩৩ শতাংশ।
৮) দক্ষিণ ২৪ পরগনা: ৮৮.৯৬ শতাংশ।
৯) নদিয়া: ৮৭.২৭ শতাংশ।
১০) ঝাড়গ্রাম: ৮৬.৬১ শতাংশ।
১১) পূর্ব বর্ধমান: ৮৪.২৯ শতাংশ।
১২) কোচবিহার: ৮০.৭৪ শতাংশ।
১৩) মুর্শিদাবাদ: ৭৯.২৫ শতাংশ।
১৪) মালদা: ৭৯ শতাংশ।
১৫) বীরভূম: ৭৮.৩৩ শতাংশ।
১৬) পুরুলিয়া: ৭৮.৩১ শতাংশ।
১৭) বাঁকুড়া: ৭৮.৩ শতাংশ।
১৮) দার্জিলিং: ৭৬.৮৩ শতাংশ।
১৯) দক্ষিণ দিনাজপুর: ৭৫.২৪ শতাংশ।
২০) পশ্চিম বর্ধমান: ৭৪.৭৮ শতাংশ।
২১) আলিপুরদুয়ার: ৭১.৪৭ শতাংশ।
২২) উত্তর দিনাজপুর: ৬৯.৭৮ শতাংশ।
২৩) জলপাইগুড়ি: ৬৭.০৯ শতাংশ।