শুভব্রত মুখার্জি: বিশ্ব লন টেনিসের ইতিহাসে অন্যতম প্রতিভাবান নবীন টেনিস খেলোয়াড় হিসেবে উঠে এসেছিলেন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা। তার টেনিসের পাশাপাশি তার রূপে ও মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। নবীনতমা খেলোয়াড় হিসেবে ওপেন এরাতে উইম্বলডনের খেতাব জিতে বিশ্বকে চমকে দিয়েছিলেন এই ডানাকাটা সুন্দরী। এবার তার জীবনেই শুরু হল এক নয়া অধ্যায়।
প্রথমবারের মতো মা হলেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। তাদের সংসারে পা রাখল নতুন অতিথি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকের ছবি প্রকাশ করে এই খবর জানিয়েছেন স্বয়ং রাশিয়ান টেনিস সুন্দরী। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার অগনিত ভক্তকূল।