আইপিএলে বৃহস্পতিবার মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রায় তিন বছর পর নিজেদের ঘরের মাঠে খেলতে নামে কেকেআর। দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে কলকাতা ২০৫ রানের টার্গেট দেয় আরসিবিকে। বড় রানের টার্গেট মাথায় নিয়ে নামলে মাত্র ১৭.৪ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় তারা। ৮১ রানে জয়লাভ করে কলকাতা। আরসিবির এই বিশাল রানে পরাজিত হওয়ার পর দলের কোচ সঞ্জয় বাঙ্গার ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের জন্য রেগে যান।
বিরাট ও ফ্যাফ মিলে অসাধারণ শুরু করেন। তাদের প্রথম ম্যাচের মতো রান এগোচ্ছিল। কিন্তু সুনীল নারিন আরসিবির ইনিংসে ফাটল ধরায়। আরসিবি ১২৩ রানের মধ্যে বিরাট কোহলি করেন ২১ রান। ফ্য়াফ ডু প্লেসি ২৩ বলে ২৮ রান করেন। সুনীল নারিনের অসাধারণ বলে বোল্ড হয়ে যান বিরাট। ডু প্লেসিও বরুণ চক্রবর্তীর বলে আউট হন।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে আরসিবির ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, 'আমাদের ব্যাটারা কিছু বড় শট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা পারেনি। এই বিষয়ে ব্যাটারদের সঙ্গে আলোচনা করতে হবে। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যেখানে যে কোনও সময় খেলার গতি হারিয়ে যায়।'
রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়ক বিরাট এবং অধিনায়ক ডু প্লেসি মিলে ইনিংসকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৪৪ রানের পার্টনারশিপ গড়েন তারা। প্রথমে আউট হল বিরাট তারপরে ফ্যাফ। তারপরে একের পর এক উইকেট যেতে শুরু করে। লড়াইয়ে কোনভাবেই ফিরতে পারেনি আরসিবি। দুর্দান্ত বোলিং করেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং সুয়াশ শর্মা।
এ বিষয়ে বাঙ্গার বলেন, 'আমাদের বেশিরভাগ ব্যাটাররা ইনসাইড এজের ফলে আউট হয়েছে। যেসব বোলারদের বল বেশি ঘোরে না তাদের ক্ষেত্রে বিশেষ কিছু করার থাকে না। এটা ব্যাটারদের ভুল। হয়তো ওরা চাপের মধ্যে থেকে এইভাবে আউট হয়েছ। যতটা সম্ভব সামনে মারার চেষ্টা করতে হবে। সোজা ব্যাটে খেলা উচিত। আমরা আমাদের প্রথম ম্যাচে এটাই করেছিলাম। ম্যাচ থেকে শেখা উচিত আমাদের।'
সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী আইপিএলে সবচেয়ে কঠিন বোলার কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমি তা মনে করি না। অবশ্যই তারা ভালো বোলার। কিন্তু অন্যান্য দলে আরও স্পিনার আছে যারা ভালো করছে। যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন রয়েছে। করণ শর্মা আমাদের দলের হয়ে ভালো বল করছে। শার্দুল ঠাকুর যেভাবে ইনিংস খেলে গেল যার ফলে আমরা অনেকটা পিছেয়ে যাই। এর জন্য ওকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।