1 মিনিটে পড়ুন Updated: 16 May 2023, 11:28 PM ISTTania Roy
ওয়াংখেড়েতে সূর্যের তেজে প্রতিপক্ষে পুড়ে ছারখাড় হলেও, মুম্বইয়ের বাইরের মাঠে কমে আসে সূর্যের তেজ। এই মরশুমে সূর্য মোট ১৩ ম্যাচে ৪৮৩ রান করেছেন। তার মধ্যে ওয়াংখেড়ের বাইরে তিনি করছেন ১৪৫ রান। তাঁর গড় মাত্র ১৮.০০। আর স্ট্রাইকরেটও হতাশাজন। মাত্র ১২৮।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হতাশ করলেন সূর্যকুমার যাদব।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের ঝোড়ো সেঞ্চুরির ছিটেফোঁটা ঝলকের দেখাও মিলল না লখনউয়ে। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চূড়ান্ত হতাশ করলেন সূর্য। বিশেষ করে তিনি যে ভাবে আউট হলেন, তাতে হতাশা বাড়াটাই স্বাভাবিক।
৯ বল খেলে মাত্র ৭ রান করে এ দিন সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। ১৫ ওভারের শুরুতেই যশ ঠাকুরের একটি সাধারণ বলেই বাজে ভাবে আউট হন সূর্যকুমার যাদব। ১২০.৫ কিমি বেগে বলটি কিছুটা বাইরে দিয়ে যাচ্ছিল। সেই বলটি শর্ট ফাইন লেগের উপর দিয়ে স্কুপ খেলতে গিয়েই আউট হন সূর্য। এ রকম শট তিনি আগে বহু খেলেছেন। কিন্তু এ দিন ঠিকঠাক ব্যাটে-বলে হয়নি। যে কারণে বলটি তিনি মারলেও, সেটি গিয়ে উইকেট ভেঙে দেয়। বোল্ড হয়ে যান সূর্য। আউট হওয়ার পর তিনি হতাশ হয়ে স্টাম্পের পাশে বসে পড়েন। পরে মন খারাপ করে ধীরেসুস্থে হেঁটে মাঠ ছাড়েন।
পরিসংখ্যান বলছে, ওয়াংখেড়েতে সূর্যের তেজে প্রতিপক্ষে পুড়ে ছারখাড় হলেও, মুম্বইয়ের বাইরের মাঠে কমে আসে সূর্যের তেজ। এই মরশুমে সূর্য মোট ১৩ ম্যাচে ৪৮৩ রান করেছেন। তার মধ্যে ওয়াংখেড়ের বাইরে তিনি করছেন ১৪৫ রান। তাঁর গড় মাত্র ১৮.০০। আর স্ট্রাইকরেটও হতাশাজন। মাত্র ১২৮। মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধেও এ দিন সূর্যের সেই ব্যর্থতার রেকর্ডই আরও লজ্জায় ডুবল।
এ দিন টস জিতে রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে পাঠান লখনউ সুপার জায়ান্টসকে। ইনিংসের শুরুর দিকে লখনউ নড়বড় করছিল। তবে মার্কাস স্টোইনিসের ৪৭ বলে অপরাজিত ৮৯ রান অক্সিজেন দেয় সুপার জায়ান্টসদের। ক্রুনাল পাণ্ডিয়া ৪২ বলে ৪৯ করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। তবে লখনউ নির্দিষ্ট ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের লড়াই করার মতো স্কোর করে।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন ইশান কিষাণ (৩৯ বলে ৫৯) এবং রোহিত শর্মা (২৫ বলে ৩৭)। প্রথম উইকেটে ৯০ রানও করে ফেলেছিল তারা। তখন জেতার মতো জায়গাতেই ছিল মুম্বই। কিন্তু এর পর থেকেই মুম্বইয়ের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হতে থাকে। পাঁচে ব্যাট করতে নেমে টিম ডেভিড ১৯ বলে ৩২ করে লড়াই চালান ঠিকই। শেষ ওভারে মুম্বইয়ের জেতার জন্য ১১ রান প্রয়োজন ছিল। মহসিন খান বল করতে এসে ৫ রান দেন। ৫ রানে ম্যাচ পকেটে পুড়ে পেলে লখনউ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।