ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) পরে বসেছিলেন। কিন্তু আরসিবি হারছে দেখে গায়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সি গলিয়ে নিলেন এক যুবক। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। যা নিয়ে অনেকেই আরসিবির সমর্থকদের কটাক্ষ করেছেন। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। পূর্ব-পরিকল্পিতভাবে সেই ভিডিয়ো করা হয়েছে কিনা, তাও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে নেমেছিল কেকেআর। দীর্ঘদিন পর ইডেনে নাইট ব্রিগেডের খেলা দেখতে ইডেনে প্রচুর কেকেআর সমর্থক আসেন। ‘অ্যাওয়ে’ ম্যাচ হলেও ইডেনে আরসিবির সমর্থকের নেহাত কম ছিল না। কেকেআরের যখন উইকেট পড়ছিল বা বিরাট কোহলিরা যখন বাউন্ডারি হাঁকাচ্ছিলেন, তখনও পুরো গমগম করে উঠেছিল ইডেন। কিন্তু ম্যাচের শেষে তাঁরা হাসিমুখে বাড়ি ফিরতে পারেননি। কারণ কেকেআরের কাছে ৮১ রানে হেরে যায় আরসিবি।
অথচ একটা সময় ইডেনে আরসিবি পুরোপুরি শাসন করছিল। প্রথমে ব্যাট করতে নেমে ১১.৩ ওভারে কেকেআরের স্কোর ছিল পাঁচ উইকেটে ৮৯ রান। সেইসময় প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন আরসিবির বরাবরের ত্রাস আন্দ্রে রাসেল। প্রথম বলেই আউট হয়ে যান তিনি। সেখান থেকে কেকেআরের ইনিংসের মোড় ঘুরিয়ে দেন শার্দুল ঠাকুর। ২৯ বলে ৬৮ রান করেন নাইট অলরাউন্ডার। ন'টি চার এবং তিনটি ছক্কা হাঁকান। অন্যদিকে, ৩৩ বলে ৪৫ রান করেন রিঙ্কু সিং। তাঁদের সৌজন্যে নির্ধারিত সাত উইকেটে ২০৪ রান তোলে কেকেআর। মূলত শার্দুলের অবিশ্বাস্য ব্যাটিং এবং নিজেদের বাজে ডেথ বোলিংয়ের কারণে এত রান হজম করে আরসিবি।
পরে ব্যাট করতে নেমেও একটা সময় আরসিবি ভালো জায়গায় ছিল। চার ওভারে ৪২ রান উঠে গিয়েছিল। কিন্তু ৪.৪ ওভারে বিনা উইকেটে ৪৪ রান থেকে ৬১ রানে পাঁচ উইকেট পড়ে যায় আরসিবির। সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর স্পিনিং জালে হাসফাঁস করতে থাকেন ব্যাঙ্গালোরের ব্যাটাররা। শেষপর্যন্ত ১৭.৪ ওভারে ১২৩ রানে অল-আউট হয়ে যায় আরসিবি। হেরে যায়ে ৮১ রানে।
তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখ চুন করে বসে আছেন এক যুবক। যিনি আরসিবির জার্সি পরেছিলেন। আচমকা সেই জার্সির উপর কেকেআরের জার্সি পরে নেন। সেইসঙ্গে চেয়ারে কেকেআরের পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। ওই ভিডিয়োয় এক নেটিজেন কটাক্ষ করেছেন, ‘সত্যিকারের সমর্থক।’
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।