
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ডুবিয়েছিল ব্যাটিং ব্যর্থতা, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ডোবাল বোলিং। ২১০ রান করেও লখনউয়ের বিরুদ্ধে ছয় উইকেটে হারতে হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। নিজেদের আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচ জিতল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ।
তবে দুই পয়েন্ট পেলেও, লিগ তালিকায় কিন্তু খুব বেশি উপরে পৌঁছতে পারেনি লখনউ। কেকেআরের ঠিক পরেই ষষ্ঠ স্থানে রয়েছে নতুন ফ্রাঞ্চাইজি। অপরদিকে, নিজেদের সুদীর্ঘ ইতিহাসে প্রথমবার মরশুমের শুরুর দুই ম্যাচেই পরাজিত হয়ে এক লজ্জার নজির গড়ল রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন সিএসকে। এক নজরে দেখে নেওয়া যাক এই মরশুমের সপ্তম ম্যাচ শেষে কোন দল, কত নম্বরে রয়েছে।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
১. রাজস্থান রয়্যালস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +৩.০৫০)
২. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৯১৪)
৩. পঞ্জাব কিংস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৬৯৭)
৪. গুজরাট টাইটানস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.২৮৬)
৫. কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.০৯৩)
৬. লখনউ সুপার জায়ান্টস: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.০১১)
৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.০৪৮)
৮. চেন্নাই সুপার কিংস: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৫২৮)
৯. মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯১৪)
১০. সানরাইজার্স হায়দরাবাদ: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -৩.০৫০)
*আইপিএল ২০২০-র সপ্তম ম্যাচের (লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস) শেষে পয়েন্ট টেবিলের অবস্থান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports