এক দল ইতিমধ্যেই আইপিএলের প্লে-অফে পৌঁছ গিয়েছে এবং আরেকদল সেই দৌড়েই নেই। সুতরাং, আপাত অর্থে ওয়াংখেড়ের ময়দানে লিগ তালিকায় একে থাকা গুজরাট টাইটানসের সঙ্গে নয়ে থাকা চেন্নাই সুপার কিংসের লড়াই নিয়ে খুব বেশি উন্মাদনা তেমন ছিল না। তবে নিঃসন্দেহে দুই দলই এই ম্য়াচ জিততে চাইবে, সেই বিষয়ে কোনও দ্বিমত থাকতে পারে না।
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দারুণ ফর্মে থাকা ডেভন কনওয়ে এদিন মাত্র পাঁচ রান করেই সাজঘরে ফেরেন। তবে রুতুরাজ ক্রিজে টিকে ছিলেন। তিন নম্বরে নামা মইন আলির সঙ্গে মিলে ৫৭ রানের পার্টনারশিপে দলকে বেশ ভাল জায়গায়ই নিয়ে যাচ্ছিলেনও। তবে মিডল ওভার গুলোতে একদমই যেন খেই হারিয়ে ফেলে সিএসকে। জগদীশন অপরাজিত ৩৯ ও রুতুরাজ ৫৩ রান করলেও, কোনও সময়ই দলের হয়ে রানের গতি বাড়াতে পারেননি তাঁরা।
ধোনিও ১০ বলে মাত্র সাত করেন। ফলে পাঁচ উইকেটের বিনিময়ে ১৩৩ রানই তুলতে পারে সিএসকে। গুজরাটের হয়ে ১৯ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে সফলতম বোলার মহম্মদ শামি। এরপর ব্যাট হাতে পাওয়ার প্লেতেই ঋদ্ধিমান সাহার আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে কোনও উইকেট না হারিয়েই ৫৩ রান তুলে ফেলে গুজরাট। সিএসেকের হয়ে অভিষেকে মাথিসা পথিরানা প্রথম বলেই শুভমন গিলকে ১৮ রানে ফেরানোর পর হার্দিক পান্ডিয়াকেও সাত রানে আউট করে ম্যাচে কিছুটা রুচি আনেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।