শেষ হতে চলেছে প্রতীক্ষা। আগামিকাল (রবিবার, ৯ এপ্রিল) কলকাতায় আসতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা লিটন দাস। অর্থাৎ গুজরাট টাইটানসের বিরুদ্ধে নামতে পারবেন না। আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যখন নামবে কেকেআর, সেই ম্যাচ থেকে দলে থাকতে পারেন বাংলাদেশের তারকা। তবে কেকেআরের অপর বিদেশি ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ভালো ছন্দে থাকায় আদৌও লিটন প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ আছে।
আগামিকাল আমদাবাদে হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে নামছে কেকেআর। দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হবে। সেই ম্যাচের আগেরদিন কেকেআরের তরফে বলা হয়েছে, ‘আমরা আগামিকাল পর্যন্ত আমদাবাদ থাকব। আগামিকাল দুপুরে ম্যাচ আছে। তাই লিটন ঢাকা থেকে সরাসরি কলকাতায় কেকেআরের শিবিরে যোগ দেবে। ঘরের মাঠে আমাদের পরবর্তী ম্যাচ (আগামী ১৪ এপ্রিল ) থেকেই লিটনকে পাওয়া যাবে।’
এমনিতে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে যে লিটন কবে কেকেআরের শিবিরে যোগ দেবেন। প্রাথমিকভাবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ছিলেন। তারপর আইরিশদের বিরুদ্ধে টেস্ট খেলছিলেন। শুক্রবার সেই টেস্ট শেষ হয়েছে। তারপরই কেকেআরের তরফে জানিয়ে দেওয়া হল যে আগামিকালই কলকাতায় আসছেন লিটন। তবে তাঁকে পুরোটা পাওয়া যাবে না। আগামী মাসের শুরুতেই একদিনের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেই সিরিজের দলে থাকবেন লিটনও। সেই পরিস্থিতিতে, কেকেআরের যা সূচি, তাতে মেরেকেটে ২৯ এপ্রিল পর্যন্ত লিটনকে পেতে পারে নাইট ব্রিগেড। অর্থাৎ কেকেআরের জার্সি পরে মাত্র ছ'টি ম্যাচে খেলার সুযোগ পাবেন লিটন।
আরও পড়ুন: IPL 2023: বাবার ক্যানসার,কোচ প্রয়াত হন করোনায়, অভাবের সংসার- ১৯ বছরের সুয়াশের লড়াইটা মোটেও সহজ নয়
কেকেআরের প্রথম একাদশে কি সুযোগ পাবেন লিটন?
আপাতত কেকেআরের যা অবস্থা, তাতে লিটনের পক্ষে প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। প্রথম একাদশে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল থাকবেন। সেইসঙ্গে একজন বিদেশি পেসারকে (টিম সাউদি বা লকি ফার্গুসন) রাখতেই হবে। একমাত্র মারাত্মক স্পিন-সহায়ক পিচ হলে বিদেশি পেসারকে বাইরে রাখতে পারে কেকেআর। যেটা ইডেনে হবে না। অ্যাওয়ে ম্যাচে হতে পারে। কিন্তু কেকেআরের স্পিন বিভাগ শক্তিশালী হওয়ায় সেই ঝুঁকি নেবে না বিপক্ষ। সেক্ষেত্রে তিন বিদেশির স্লট পূর্ণ হয়ে যাবে। পড়ে থাকবেন একজন। আপাতত গুরবাজ যা ছন্দে আছেন, তাতে তাঁকে বসানোরও সুযোগ নেই। সেক্ষেত্রে আপাতত হয়ত লিটনকে বাইরেই বসতে হবে।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।