সুরেশ রায়না ও হরভজন সিং নেই। দুই ভারতীয় তারকাকে ছাড়া আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইতিমধ্যেই জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে রাজস্থান রয়্যালসকে সমাধান খুঁজতে হবে এক জটিল সমস্যার।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
অন্য সময় হলে প্লেয়িং ইলেভেনে রাজস্থানের ৪ বিদেশি ক্রিকেটারের নাম অনুমান করতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়। তবে এবার চেনা ছকের বাইরে বেরোতে হবে রাজস্থানকে। কেননা, দলের নির্ভরযোগ্য ব্রিটিশ অল-রাউন্ডার বেন স্টোকস এখনও পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডের রয়েছেন। তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান জোস বাটলার পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন বলে তাঁকে বাড়তি সময় কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। নাহলে দ্বি-পাক্ষিক সিরিজ খেলে আইপিএলের জন্য আমিরশাহিতে আসা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটাররা ৩৬ ঘণ্টার কোয়ারান্টাইনেই মাঠে নামার ছাড়পত্র পেয়েছেন।
এই অবস্থায় রাজস্থান বাটলারের জায়গায় টম কারানকে মাঠে নামাতে পারে। সেক্ষেত্রে রবিন উথাপ্পার সঙ্গে ওপেন করতে পারেন তরুণ যশস্বী জসওয়াল। স্টোকসের পরিবর্তে রাজস্থান দলে জায়গা করে নিতে পারেন ডেভিড মিলার।
চেন্নাই শারজায় বাড়তি বোলার খেলাতে চাইলে শার্দুল ঠাকুরকে প্রথম একাদশে জায়গা করে দিতে পারে বিজয়কে বসিয়ে। তবে ধোনি মাত্র এক ম্যাচ পরেই কম্বিনেশন বদলাতে চাইবে বলে মনে হয় না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।