কলকাতা ছাড়া নাইট রাইডার্স অসম্পূর্ণ, আরও একবার বুঝিয়ে দিলেন শাহরুখ খান। করোনা মহামারির জন্য বিসিসিআইকে বাধ্য হয়েই দেশের বাইরে সরিয়ে নিয়ে যেতে হয়েছে আইপিএল ২০২০। স্বাভাবিকভাবেই হোম গ্রাউন্ড ইডেন থেকে দূরে সরে থাকতে হচ্ছে কেকেআরকে। যদিও কলকাতাকে, প্রিয় ইডেনকে ভোলেননি নাইটরা।
মরশুম শুরুর আগে দীনেশ কার্তিক জানিয়েছিলেন, আমিরশাহিতে খেলতে নামলেও তাঁদের হৃদয়ে থাকবে কলকাতা। কেকেআর মালিক শাহরুখের গলাতেও ধরা পড়ল একই সুর।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
মঙ্গলবার দলের ক্রিকেটারদের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দেন এসআরকে। সেখানেই তাঁকে একাধিকবার বলতে শোনা যায় কলকাতার কথা। ইডেনের সমর্থকদের যে তিনি মিস করছেন, সেটাও কিং খান জানিয়ে দেন স্পষ্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।