প্লে-অফের দৌড়ে থাকা দলগুলি সেটাই চাইছিল। আর তাই হল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস হেরে যাওয়ায় এখনও প্লে-অফের তিনটি স্থান ফাঁকা থাকল। তার জেরে কলকাতা নাইট রাইডার্স-সহ পাঁচটি দলের সামনে প্লে-অফের দরজা আরও কিছুটা খুলল।
(কেকেআরের যাবতীয় খবর দেখুন এখানে)
এবারের আইপিএলে দুরন্ত শুরুর পর আচমকাই মাঝপথে ফর্ম হারিয়ে ফেলে দিল্লি। শুধু তাই নয়, একটানা তিন ম্যাচ হেরে রীতিমতো ছন্নছাড়া লাগছিল শ্রেয়স আইয়ারদের। সেই অবস্থায় শনিবার দুবাইয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলেন তাঁরা। তা তো হল না। উলটে টানা চার ম্যাচে হেরে আরও বিপাকে পড়ে গেল দিল্লি।
(আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)
আপাতত ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে আছেন রিকি পন্টিংয়ের ছেলেরা। এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাছাড়াও আরও চারটি দলের সামনে ১৪ পয়েন্টে পৌঁছানোর সুযোগ আছে। সেক্ষেত্রে দিল্লি শেষ ম্যাচে হেরে গেলে নেট রানরেটের উপর শ্রেয়সদের নির্ভর করতে হবে। অন্যদিকে, সানরাইজার্সের বিরুদ্ধে হেরে দিল্লির বিরুদ্ধে জিতলেও ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে প্লে-অফে পৌঁছে যাবেন বিরাট কোহলিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।