কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার বদলা নেওয়ার হুমকি দিয়েছে। এই গ্যাং-এর হুমকির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে এরা লিখেছে যে, পহেলগাঁওয়ে হামলায় নিরীহ মানুষের হত্যার প্রতিশোধ নিতে তারা পাকিস্তানে ঢুকে এমন একজনকে মারবে, যে ১০ লাখের সমান হবে। পোস্টে জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার (Lashkar-e-Taiba) প্রধান হাফিজ সাইদের (Hafiz Saeed) ছবিও দেওয়া হয়েছে এবং তার ওপর ক্রস (কাঁটা) চিহ্ন দেওয়া হয়েছে। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে।
ভারতে অনেক অপরাধমূলক ঘটনা ঘটানো লরেন্স বিষ্ণোই গ্যাং প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের অপরাধের দায় স্বীকার করে। যদিও এই পোস্ট কতটা সত্যি এবং এটা এই কুখ্যাত গ্যাংই পোস্ট করেছে কি না, তা নিশ্চিত করা যায়নি। তবে এটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে।
লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে পাকিস্তানি যোগের অভিযোগ
প্রায়ই লরেন্স বিষ্ণোই গ্যাং-এর উপর পাকিস্তানি গ্যাংস্টার ও ডনদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ ওঠে। অনেক অপরাধে পুলিশ লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের কথা উল্লেখ করে প্রমাণও দিয়েছে। কিন্তু জেল থেকে দেওয়া একটি সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই, সে অভিযোগের কথা অস্বীকার করেছে। লরেন্স বিষ্ণোই নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করে বারবার বলেছে যে, দেশের শত্রুদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
গত বছর লরেন্স বিষ্ণোইয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে সে এক পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টিকে (Shahzad Bhatti) ইদের শুভেচ্ছা জানাচ্ছিল। শুধু তাই নয়, গ্যাং-এর শুটারদের অস্ত্রের সরবরাহও পাকিস্তান থেকে ড্রোন-এর মাধ্যমে হয়। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala)-র হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল পাকিস্তান থেকে আসা একে ৪৭ রাইফেল ছাড়াও এটি পয়েন্ট ৩০ বোর ও একটি নয় এমএমের পিস্তল।
কতটা শক্তিশালী লরেন্স গ্যাং, হাফিজ সাইদকে মারতে পারে?
লরেন্স বিষ্ণোই বর্তমানে জেলে বন্দি থাকলেও, কার্যত জেল থেকেই সে নিজের গ্যাং চালাচ্ছে। এমন পরিস্থিতিতে হাফিজ সাইদকে মারার এই ভাইরাল পোস্টকে সত্যি ধরে নিলেও, লরেন্স বিষ্ণোই কি ভারতকে বহু বছর ধরে সন্ত্রাসের গভীর ক্ষত দিয়ে চলা এই মোস্ট ওয়ান্টেড হাফিজ সাইদকে মারতে পারবে?
ক্রাইমের গ্লোবাল অপারেশনের সঙ্গে অনেক দেশে ছড়িয়ে থাকা বিষ্ণোই গ্যাং কোনো ছোটখাটো সিন্ডিকেট নয়। এদের নেটওয়ার্ক অনেক বড়। বিশেষ করে কানাডাতে বিষ্ণোইয়ের শক্তিশালী যোগাযোগ রয়েছে। অপরাধের সিন্ডিকেটে তার সমান অংশীদার গোল্ডি ব্রারও আছে।
২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে দিনের আলোয় হত্যা করে এরা। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির (Baba Siddiqui) হত্যা এবং সলমন খানেরবাড়িতে হামলা - এই ধরনের কিছু বড় ঘটনা সাম্প্রতিককালে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ঘটিয়েছে। একাধিকরিপোর্ট অনুসারে, এই গ্যাংয়ের খালিস্তানি সন্ত্রাসবাদীদের সঙ্গে এবং উত্তর আমেরিকাতে অবস্থিত খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে। বিষ্ণোই গ্যাংয়ের জাল অনেক দেশে ছড়িয়ে আছে। গ্যাংয়ে ৭০০-এর বেশি শুটার রয়েছে।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে পাঞ্জাব-পাকিস্তান সীমান্তের কাছাকাছি থাকা শহরগুলো থেকে অস্ত্র যায়। এছাড়াও, গ্যাং-এর কাছে ইউএসএ, রাশিয়া, কানাডা, নেপাল থেকেও অস্ত্র আসে। গ্যাং মুক্তিপণ থেকে কোটি কোটি টাকা রোজগার করে এবং সেই টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানো হয়। এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে যে, গ্যাং তাদের একাধিক উদ্দেশ্য সফল করতে পারলেও, সন্ত্রাসের মাথাকে সরানো সহজ হবে না।