ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে বড়সড় লাফ দিয়েছিল নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও পড়ে পাওয়া ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আরও উপরের দিকে উঠে আসে তারা।
জিতলে একযোগে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠে আসার হাতছানি ছিল কিউয়িদের সামনে। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হওয়ায় আপাতত এক ধাপ উঠে তৃতীয় স্থানে চলে আসে নিউজিল্যান্ড। তারা পিছনে ফেলে দেয় অস্ট্রেলিয়াকে।
২০ ম্যাচে ১৩৪ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে সুপার লিগ টেবিলের এক নম্বরে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহে রয়েছে ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট। নিউজিল্যান্ড ১৭ ম্যাচে ১২৫ পয়েন্ট সংগ্রহ করে ইংল্যান্ডকে ছুঁয়ে ফেলে। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় ক্রমতালিকায় ব্রিটিশদের পিছনে তিন নম্বরে থাকতে হয় কিউয়িদের।
আরও পড়ুন:- IND vs NZ: শেষমেশ সত্যি হল আশঙ্কা, মাঝপথেই ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ODI
১৮ ম্যাচে ১২০ পয়েন্ট সংগ্রহ করা অস্ট্রেলিয়া এক ধাপ পিছিয়ে চার নম্বরে চলে যায়। বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। আফগানিস্তান আপাতত সাত নম্বরে অবস্থান করলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তারা একযোগে বাংলাদেশ ও পাকিস্তানকে টপকে যেতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে টপকে চারে উঠে আসাও আসম্ভব নয় আফগানদের পক্ষে।
আরও পড়ুন:- IND vs NZ 2nd ODI: ভালো খেলেও সঞ্জু স্যামসন কেন বাদ, সাফাই দিলেন ধাওয়ান
আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-১. ভারত: ২০ ম্যাচে ১৩৪ পয়েন্ট (রান রেট +০.৭৮২)।২. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট (রান রেট +১.২১৯)।৩. নিউজিল্যান্ড: ১৭ ম্যাচে ১২৫ পয়েন্ট (রান রেট +০.৭৩১)।৪. অস্ট্রেলিয়া: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.৭৮৫)।৫. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.৩৮৪)।৬. পাকিস্তান: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.২১৭)।৭. আফগানিস্তান: ১৩ ম্যাচে ১১০ পয়েন্ট (রান রেট +০.৬১৬)।৮. ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট (রান রেট -০.৭৩৮)।৯. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট (রান রেট -০.৩৮২)।১০. শ্রীলঙ্কা: ১৯ ম্যাচে ৬২ পয়েন্ট (রান রেট -০.১০০)।১১. দক্ষিণ আফ্রিকা: ১৬ ম্যাচে ৫৯ পয়েন্ট (রান রেট -০.৪৫৮)।১২. জিম্বাবোয়ে: ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট (রান রেট -১.১৪১)।১৩. নেদারল্যান্ডস: ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট (রান রেট -১.১৬৩)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।