বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: শেষমেশ সত্যি হল আশঙ্কা, মাঝপথেই ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ODI

IND vs NZ: শেষমেশ সত্যি হল আশঙ্কা, মাঝপথেই ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ODI

মাঠ ছাড়ছেন সূর্যকুমাররা। ছবি- টুইটার (@BLACKCAPS)।

India vs New Zealand 2nd ODI Live Score: মাঝপথেই ম্যাচ পরিত্যক্ত হওয়া ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় শুভমন গিলকে।

তিন ম্যাচের বৃষ্টি বিঘ্নিত টি-২০ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলেও পরবর্তী ওয়ান ডে সিরিজের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে ভারতকে। অকল্যান্ডর প্রথম ওয়ান ডে ম্যাচে বড় রানের ইনিংস গড়েও হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার হ্যামিল্টনে সিরিজ বাঁচানোর লড়াই ছিল শিখর ধাওয়ানদের। সেডন পার্কের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারলেই সিরিজ খোয়াতে হতো ভারতকে। সেদিক থেকে টিম ইন্ডিয়ার কাছে এটি ডু-অর-ডাই লড়াই হিসেবে বিবেচিত হচ্ছিল। শেষমেশ প্রকৃতি বেঁকে বসায় মাঝপথেই পরিত্যক্ত হয় ম্যাচ।

27 Nov 2022, 12:59:07 PM IST

সিরিজ হারের আশঙ্কা নেই নিউজিল্যান্ডের

সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। সুতরাং, সিরিজের তৃতীয় ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ওয়ান ডে সিরিজ হারের সম্ভাবনা নেই নিউজিল্যান্ডের। ভারত যদি তৃতীয় তথা শেষ ম্যাচে জয় তুলে নেয়, তবে ওয়ান ডে সিরিজ ড্র করে দেশে ফিরতে পারবে তারা।

27 Nov 2022, 12:38:25 PM IST

ভেস্তে গল ম্যাচ

শেষমেশ সত্যি হল আশঙ্কা। বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে গেল সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ। এর আগে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। তৃতীয় টি-২০ ম্যাচেও প্রভাব ফেলে প্রকৃতি। বৃষ্টির জন্যই ডাকওয়ার্থ-লুইস নিয়মে সেই ম্যাচ টাই ঘোষিত হয়।

27 Nov 2022, 12:35:48 PM IST

জোরালো হচ্ছে আশঙ্কা

বৃষ্টি জারি হ্যামিল্টনে। পরিস্থিতি যে দিকে এগচ্ছে, তাতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই যদি  হয়, তবে টিম ইন্ডিয়ার চলতি নিউজিল্যান্ড সফরের পাঁচটি ম্যাচের মধ্যে ৩টিতে প্রভাব ফেলবে প্রকৃতি।

27 Nov 2022, 12:13:59 PM IST

বেশি সময় হাতে নেই

অন্তত পক্ষে ২০ ওভারের ম্যাচ আয়োজনের জন্য ভারতীয় সময় অনুযায়ী ১টা ৫ মিনিটে খেলা শুরু হওয়া জরুরি। তা নাহলে পরিত্যক্ত ঘোষিত হবে ম্য়াচ।

27 Nov 2022, 12:00:38 PM IST

বৃষ্টিতে থমকাল সূর্যকুমার ঝড়

১৩তম ওভারে ফার্গুসনের দ্বিতীয় বলে ছক্কা মারেন সূর্যকুমার। পঞ্চম বলে তার মারেন তিনি। ১২.৫ ওভারের খেলার শেষে বৃষ্টিতে থমকায় ম্যাচ। ভারতের স্কোর ১ উইকেটে ৮৯ রান। সূর্যকুমার ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৪ রান করেছেন। শুভমন গিল ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৪৫ রান করেছেন।

27 Nov 2022, 11:48:31 AM IST

ব্রেসওয়েলকে ছক্কা হাঁকালেন সূর্যকুমার

১২তম ওভারে মাইকেল ব্রেসওয়েলের চতুর্থ বলে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ৯ রান ওঠে। ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৭৮ রান। সূর্যকুমার ২৪ ও গিল ৪৪ রানে ব্যাট করছেন।

27 Nov 2022, 11:46:51 AM IST

স্যান্টনারকে ছক্কা হাঁকালেন সূর্যকুমার

১১তম ওভারে মিচেল স্যান্টনারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। ওভারে মোট ৯ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৯ রান। সূর্যকুমার ১৭ ও শুভমন গিল ৪২ রানে ব্যাট করছেন।

27 Nov 2022, 11:41:20 AM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬০ রান। ব্রেসওয়েলের ওভারে ১টি চার মারেন শুভমন গিল। তিনি ৩৬ বলে ৪০ রান করেছেন। ১৪ বলে ১০ রান করেছেন সূর্যকুমার।

27 Nov 2022, 11:37:18 AM IST

৫০ টপকাল ভারত

নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকাল ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৫১ রান। ফার্গুসনের ওভারের শেষ বলে চার মারেন সূর্যকুমার। তিনি ১২ বলে ৯ রান করেছেন। ৩২ বলে ৩২ রান করেছেন গিল।

27 Nov 2022, 11:34:33 AM IST

হেনরিকে ছক্কা হাঁকালেন গিল

সপ্তম ওভারে ফার্গুসনের বলে ৯ রান সংগ্রহ করে ভারত। অষ্টম ওভারে ম্য়াট হেনরির তৃতীয় বলে ছক্কা হাঁকান গিল। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪২ রান। ২৯ বলে ২৯ রান করেছেন গিল। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। সূর্যকুমার ৯ বলে ৩ রান করেছেন। 

27 Nov 2022, 11:22:13 AM IST

শিখর ধাওয়ান আউট

৫.১ ওভারে হেনরির বলে ফার্গুসনের হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ১০ বলে ৩ রান করেন গব্বর। ভারত দলগত ২৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৫ রান।

27 Nov 2022, 11:19:36 AM IST

পুনরায় শুরু ম্যাচ

সাউদির অসম্পূর্ণ ওভারের শেষ বলে ১ রান সংগ্রহ করেন ধাওয়ান। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৩ রান। গিল ১৯ ও ধাওয়ান ৩ রানে ব্যাট করছেন।

27 Nov 2022, 11:04:15 AM IST

কখন শুরু হবে ম্যাচ?

ভারতীয় সময় অনুযায়ী বেলা ১১টা ১০ মিনিটে শুরু হবে ম্য়াচ। ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ওভার প্রতি ইনিংসের। ইনিংসের বিরতি ১০ মিনিটের। কোনও জলপানের বিরতি নেওয়া হবে না।

27 Nov 2022, 10:52:54 AM IST

১১টায় মাঠ পরিদর্শন

বৃষ্টি থেমেছে হ্যামিল্টনে। পুনরায় বৃষ্টি না নামলে ভারতীয় সময় অনুযায়ী বেলা ১১টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। তার পরেই জানা যাবে ম্যাচ কখন শুরু হবে।

27 Nov 2022, 10:21:33 AM IST

ফের বৃষ্টি

কভার তুলে ফেলা হয়েছিল। সুপার সপার মাঠ থেকে জল তুলে ফেলার কাজ শুরু করেছিল পুরোদস্তুর। তবে আম্পায়াররা যখন মাঠ পরিদর্শনে নামার তোড়জোড় করছেন, ফের বৃষ্টি নামে হ্যামিল্টনে। ফলে ফের ঢাকা পড়ে পিচ।

27 Nov 2022, 09:53:47 AM IST

বৃষ্টি থেমেছে

আশার আলো দেখা যাচ্ছে হ্যামিল্টনে। বৃষ্টি থেমেছে। যদিও পিচ এখনও ঢাকা রয়েছে। ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২টা ৩৪ মিনিয় পর্যন্ত ওভার কমিয়ে খেলা শুরু করা যাবে। তার পরেও খেলা শুরু না হলে পরিত্যক্ত হবে ম্যাচ।

27 Nov 2022, 09:17:42 AM IST

গাঢ় হচ্ছে আশঙ্কার মেঘ

আধ ঘণ্টার বেশি সময় ধরে হ্যামিল্টনে বৃষ্টি চলছে। স্বাভাবিকভাবেই ম্যাচ শুরু করা সম্ভব নয় এমন পরিস্থিতিতে। পিচ-সহ মাঠের বেশি কিছুটা জায়গা ঢাকা রয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, গাঢ় হচ্ছে আশঙ্কার মেঘ। শেষমেশ ভেস্তে যাবে না তো ম্যাচ? যদিও তেমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

27 Nov 2022, 08:49:10 AM IST

খেলা পুনরায় শুরু হলে কাটা যাবে ওভার

হ্য়ামিল্টনে বৃষ্টি জারি। আপাতত স্টেডিয়ামে দর্শকের সংখ্যাও রয়েছে হাতে গোনা। খেলা পুনরায় শুরু হলে সম্ভবত গ্যালারিতে ফিরতে পারেন সমর্থকরা। তবে ম্যাচ কখন শুরু হবে বা আদৌ পুনরায় শুরু হবে কিনা, সেবিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে এটা কার্যত নিশ্চিত যে, বৃষ্টির বাধা টপকে খেলা পুনরায় শুরু হলে ওভার কাটা যাবে।

27 Nov 2022, 08:18:19 AM IST

অপেক্ষা জারি

ঝেঁপে বৃষ্টি হচ্ছে এমনটা নয়। তবে ম্যাচ শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনও। ভারতীয় ক্রিকেটারদের ড্রেসিংরুমের সামনে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।

27 Nov 2022, 07:49:21 AM IST

হালকা হয়েছে বৃষ্টি

হালকা হয়েছে বৃষ্টি। ম্যাচ পুনরায় শুরু হতে পারে বলে মিলছে ইঙ্গিত। যদিও বৃষ্টি পুরোপুরি না থামায় পিচ এখনও ঢাকা রয়েছে।

27 Nov 2022, 07:27:50 AM IST

বৃষ্টিতে থমকাল ম্যাচ

সম্ভাবনা ছিলই। শেষমেশ সেটাই সত্যি হয়ে দেখা দেয়। প্রথম ইনিংসে ৪.৫ ওভার খেলা হওয়ার পরে বৃষ্টিতে থমকায় ম্যাচ। পঞ্চম ওভারে সাউদির দ্বিতীয় বলে চার মারেন শুভমন গিল। বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে বন্ধ হওয়ার সময়ে টিম ইন্ডিয়া কোনও উইকেট না হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে। শুভমন গিল ২১ বলে ১৯ রান করেছেন। মেরেছেন ৩টি চার। ধাওয়ান ৮ বলে ২ রান করেছেন।

27 Nov 2022, 07:21:43 AM IST

হেনরির ওভারে ৫ রান

চতুর্থ ওভারে ম্যাট হেনরি ৫ রান খরচ করেন। ৪ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৭ রান। গিল ১৫ ও ধাওয়ান ২ রানে ব্যাট করছেন। ২টি চার মেরেছেন গিল।

27 Nov 2022, 07:16:49 AM IST

সাউদির ওভারে ৫ রান

তৃতীয় ওভারে পুনরায় বল হাতে নেন টিম সাউদি। চতুর্থ বলে চার মারেন শুভমন গিল। ওভারে ৫ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান। গিল ১৩ বলে ১১ রান করেছেন।

27 Nov 2022, 07:12:58 AM IST

প্রথম বাউন্ডারি গিলের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ম্যাচ হেনরি। দ্বিতীয় বলে চার মারেন শুভমন গিল। ওভারে মোট ৫ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭ রান।

27 Nov 2022, 07:04:48 AM IST

ম্যাচ শুরু

শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন টিম সাউদি। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ধাওয়ান। তৃতীয় বলে ১ রান নেন গিল। প্রথম ওভারে ২ রান ওঠে।

27 Nov 2022, 07:01:36 AM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), টম লাথাম (উইকেটকিপার), ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, টিম সাউদি ও লকি ফার্গুসন।

27 Nov 2022, 07:01:07 AM IST

ভারতের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল, ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, উমরান মালিক, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

27 Nov 2022, 06:54:36 AM IST

একজোড়া বদল ভারতের

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শার্দুল ঠাকুরকে বসিয়ে দীপক চাহারকে মাঠে নামায় ভারত। দীপক হুডা সুযোগ পান সঞ্জু স্যামসনের জায়গায়। নিউজিল্যান্ড এই ম্যাচে অ্যাডাম মিলিনের বদলে মাঠে নামায় মাইকেল ব্রেসওয়েলকে।

27 Nov 2022, 06:48:51 AM IST

টস জিতল নিউজিল্যান্ড

ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতল নিউজিল্যান্ড এবং টস জিতে কেন উইলিয়ামসন ফের ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। অর্থাৎ, হ্যামিল্টনেও রান তাড়া করবে নিউজিল্যান্ড।

27 Nov 2022, 06:36:10 AM IST

পিছিয়ে গেল টস

ম্যাচের আগে হালকা বৃষ্টি। ফলে ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হল টস। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টস। পরিবর্তে ৬টা ৪৫ মিনিটে তা অনুষ্ঠিত হবে। যদিও ম্যাচ শুরুর সময়ে বদল করা হয়নি। অর্থাৎ, সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ শুরু হবে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টায়, সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানানো হয়েছে নিউজিল্যান্ড ও ভারত, উভয় দলের ক্রিকেট বোর্ডের তরফে।

27 Nov 2022, 06:35:33 AM IST

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেটের বিনিময়ে ৩০৬ রান তোলে। শিখর ধাওয়ান ৭২, শুভমন গিল ৫০, শ্রেয়স আইয়ার ৮০, সঞ্জু স্যামসন ৩৬ ও ওয়াশিংটন সুন্দর অপরাজিত ৩৭ রান করেন। টিম সাউদি ও লকি ফার্গুসন ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪৫ রান করে অপরাজিত থাকেন টম লাথাম। কেন উইলিয়ামসন নট-আউট থাকেন ব্যক্তিগত ৯৪ রানে। ২টি উইকেট নেন উমরান মালিক।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আতঙ্কে কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা! খাবার কি সঙ্গে নিয়ে এসেছে? হাতে মেহেন্দি, পায়ে আলতা,বাজল সানাই! বিয়ে ইউটিউবার মুকুল জানার, পাত্রী কে জানেন? প্রয়াত অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়, মন খারাপ শ্রুতির, বললেন, ‘দিদিভাই ডাকটা…' কোথাও দিলীপের পোস্টার ছিঁড়লেন BJP কর্মীরাই, কোথাও তাড়া করা হল অনুগামীদের মাঝে এক সপ্তাহেরও কম সময়! বুধ আনছেন সৌভাগ্যের জোয়ার সিংহ সহ বহু রাশিতে বাড়িতেই রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন মতো ক্রিমি মালাই চাপ, নোট করুন রেসিপি কলকাতা শহরকে ১২টি জোনে ভাগ করল পুরসভা, গরমকালে কোন পদক্ষেপ করা হবে?‌ ২৮ বলে সেঞ্চুরি করে গেইলদের রেকর্ড ভাঙা ক্রিকেটারকে ট্রায়ালে ডাকল CSK- রিপোর্ট কেমন আছেন পাকিস্তানের হাতে আটক বাংলার বিএসএফ জওয়ান? ফিরছেন স্ত্রী, বললেন সবটা! ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্ব নিয়ে ঠিক কী বললেন পরমব্রত-অনির্বাণরা?

Latest sports News in Bangla

ভারতে আরশাদের খেলতে না আসা লজ্জার বিষয়!মন্তব্য নীরজ ক্লাসিকে অংশ নেওয়া থ্রোয়ারের রোনাল্ডোর পর হতাশ করলেন মেসিও! কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল মিয়ামি সুুপ্রিম কোর্টে ধাক্কা খেল AIFF-র বর্তমান কমিটি!জুলাই মাস পর্যন্ত ক্ষমতা খর্ব হল সুপার কাপ ফাইনালে মানোলো বনাম খালিদ! সেমিফাইনালে মুম্বইকে উড়িয়ে দিল জামশেদপুর ক্রীড়াবিদরা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না! ৮ কোটি খরচের কোনও বিল না পেয়ে বিরক্ত SAI এখনও মোহনবাগানে সই হয়নি রবসন রবিনহোর! ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ রয়েছে? রিপোর্ট Super Cup SF MBSG vs FCG Live- মোহনবাগানকে ৩-১ হারিয়ে সুপার কাপের ফাইনালে গোয়া Asian Cup-এর বাছাইপর্বে নামার আগেই প্রস্তুতি ম্যাচ খেলবে সুনীলরা! কার বিরুদ্ধে? এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবা ঠিক নয়… সেমিতে নামার কেন এমন বললেন বাগানের কোচ? ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন রিয়াল মাদ্রিদের হেড স্যার আনসেলোত্তি- রিপোর্ট

IPL 2025 News in Bangla

২৮ বলে সেঞ্চুরি করে গেইলদের রেকর্ড ভাঙা ক্রিকেটারকে ট্রায়ালে ডাকল CSK- রিপোর্ট ২ বছর ব্যথা নিয়ে খেলেছেন, ঝুঁকির মুখে নতুন জীবন দিয়েছে RCB- দাবি তরুণ স্পিনারের IPL 2025-এ লজ্জায় ডোবার পরেই ধোনিকে ডেকে কথা বললেন চেন্নাই CEO, তবে কি এটাই শেষ? বড় ধাক্কা খেল MI, IPL থেকে ছিটকে গেল চায়নাম্যান বোলার, বদলিও খুঁজে নিল মুম্বই ‘আজকে পিচ ভালোই ছিল, কিন্তু’… প্লে অফ থেকে ছিটকে যেতেই কার দিকে আঙুল ধোনির? ব্যাটিং ব্যর্থতা,ধোনিতে আস্থা,নিলামের ভুল কৌশল- CSK-এর ভরাডুবির তালিকা বেশ লম্বা ম্যাক্সওয়েল-লকির পরিবর্ত পাওয়া যাচ্ছে না! PSL-র ওপর কেন ফুঁসছেন রিকি পন্টিং? IPL-এ কি বিনিয়োগ করবে সৌদি আরব? জল্পনা বাড়িয়ে চেয়ারম্যান বললেন, ‘এখনও পর্যন্ত…’ প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে শুধু ছিটকে যাওয়া নয়,সঙ্গে একাধিক লজ্জার নজির CSK-এর 'IPL বেটিং-সহ নানা গেমে আসক্তি, প্রতিবাদ করায় স্ত্রীর মুুন্ডু কেটে খুন' যুবকের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.