টেস্টে হারের ধাক্কা সামলে টি-২০ সিরিজে দুরন্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া। যদিও কাজটা মোটেও সহজ ছিল না। ঘরের মাঠে জোস বাটলাররা টি-টোয়েন্টি দল হিসেবে কতটা শক্তিশালী, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবুও ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫০ রানে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল।
ম্যাচ হারের পর ইংল্যান্ড অধিনায়ক সব কৃতিত্ব দিল ভারতীয় বোলারদের। জোস বাটলার বলেছেন, ‘আমরা একেবারে সব দিক থেকে পরাজিত হয়েছি। ভারত দুর্দান্ত বোলিং করেছে। আমরা সেটার সঙ্গে লড়াই করে উঠতে পারেনি। ভেবেছিলাম দ্বিতীয়ার্ধে আমরা ভালো ভাবে ফিরে এসেছি। তবে ওরা একটু এগিয়েই ছিল। ওদের বল শুরু থেকে বেশ ধারাবাহিক ভাবে সুইং করেছে এবং উইকেটও পেয়েছে ওরা।’
আরও পড়ুন: অলরাউন্ড পারফরম্যান্সে ভারতীয়দের মধ্যে অনন্য নজির হার্দিকের
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘ভুবনেশ্বর কুমার বেশির ভাগ ক্ষেত্রেই সুইং করতে পারেন। তবে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সুইং হয়েছে। এ দিকে সূচি বা চোটের কারণে অনেক প্লেয়ারকে পাওয়া যায়নি। এবং কিছু প্লেয়ার নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন।’ প্রসঙ্গত ভুবনেশ্বর কুমারের দুরন্ত ইন-সুইঙ্গারে বোল্ড হন বাটলার। গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন তিনি।
আরও পড়ুন: প্রথম T20-তে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে অজিদের টপকে রেকর্ড গড়ল ভারত
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।