শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টেই অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন ভারতীয় আম্পায়ার নীতিন মেনন। যদিও প্রতি টেস্টেই বদলে যাবে তাঁর অনফিল্ড আম্পায়ার পার্টনার। ইতিমধ্যেই দুই টেস্টে আম্পায়ার হিসেবে বেশ ভালো পারফরম্যান্স করেছেন তিনি। আর তাঁর পুরস্কারস্বরূপ এবার তাঁকে দায়িত্ব দেওয়া হল ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের। তিন ম্যাচের সিরিজের সবকটি ম্যাচেই অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন তিনি।
আরও পড়ুন… রাহুল নিয়ে লড়াই, রোহিত প্রসঙ্গে আকাশের পুরনো টুইট টেনে আনলেন প্রসাদ
আইসিসির তরফে ফের আস্থা রাখা হয়েছে নীতিন মেননের উপরে। মেননের উপর আইসিসির এই আস্থা রাখা ভারতীয় আম্পায়ারদের জন্যও নিঃসন্দেহে বড় ব্যাপার। মার্চ মাসেই খেলা হবে এই ওয়ানডে সিরিজ। আইসিসির তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে । আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে, ‘আইসিসি আম্পায়ার এবং রেফারি অ্যাপয়েন্টমেন্ট’ বিভাগে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার মাধ্যমে জানা যাচ্ছে মার্চের ১৭ তারিখ মুম্বইতে হবে প্রথম ওয়ানডে। সেখানে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন নীতিন মেনন। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বীরেন্দ্রর শর্মা।
আরও পড়ুন… IPL-এ সুযোগ না পেয়ে কি আমেরিকায় ক্রিকেট খেলতে ছুটলেন স্টিভ স্মিথ?
১৯ মার্চ ভাইজ্যাকে হবে দ্বিতীয় ওয়ানডে। ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন নীতিন মেনন এবং বীরেন্দ্রর শর্মা। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন জয়ারাম মদনগোপাল। ২২ মার্চ চেন্নাইতে হবে তৃতীয় ওয়ানডে। সেখানে দায়িত্বে থাকছেন নীতিন মেনন এবং মদনগোপাল। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন পদ্মনাভন। অন্যদিকে দিল্লিতে দ্বিতীয় টেস্ট তিনদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার ফলে ভারতীয় দল বেশ কিছু দিনের বিশ্রাম পেয়েছে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ছুটি পেয়েছে। তৃতীয় টেস্ট হবে ইন্দোরে। সেখানে ক্রিকেটারদের ২৫ তারিখ রিপোর্ট করতে বলা হয়েছে। সেখানে ২-৩ দিনের অনুশীলন করবে ভারতীয় দল। তারপরেই হোলকার স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে খেলতে নামবে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।