বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের একজন বড় প্লেয়ার। এই ফরম্যাটটিই তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। তবে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ফর্মে ফিরতে মারাত্মক লড়াই করছেন কোহলি। লাল-বলের ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছেন তিন বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। এবং শেষ বার টেস্টে ফিফটি করার পর আরও ১৫টি ইনিংস তিনি খেলে ফেলেছেন। চলতি বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজেও কোহলি পাঁচ ইনিংসে মাত্র ১১১ রান করেছেন। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। ম্যাথু হেডেন এবং মার্ক ওয়ার মতো কিংবদন্তিরা এই ফরম্যাটে কোহলির সেঞ্চুরির খরা নিয়ে মুখ খুলেছেন। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং কিন্তু কোহলির রান না পাওয়ার বিষয়টি নিয়ে অন্য ব্যাখ্যা দিয়েছেন।
কোহলির অন্যতম বড় সমর্থক রিকি পন্টিং। এমন কী কোহলির খারাপ সময়ে বারবার পন্টিং তাঁর পাশে দাঁড়িয়েছেন। ৩৩ বছরের তারকা দু'টি ওয়ানডে-তে সেঞ্চুরি করার আগে, গত বছর এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন। তবে তিনি টেস্ট ক্রিকেটে এখনও চেনা ছন্দে ফেরেননি। বারবার হতাশই করছেন।
আরও পড়ুন: রান করতেই থাকব- ভারতীয় দলে ডাক পেয়েও, একাদশে সুযোগ পাননি, এ বার মুখ খুললেন পৃথ্বী
আইসিসি রিভিউতে কথা বলতে গিয়ে পন্টিং অবশ্য ব্যাখ্যা করেছেন যে, ব্যাটারদের জন্য চলতি বর্ডার-গাভাসকর সিরিজের পিচ আদর্শ নয়। পিচে যে পরিমাণ টার্ন এবং বাউন্স রয়েছে, তাতে ব্যাটারদের পক্ষে ব্যাট করাটা খুবই কঠিন হয়ে পড়ছে। এবং সেই কারণে এই প্রতিযোগিতায় কোহলির ফর্ম নিয়ে তিনি মন্তব্য করতে চান না।
আরও পড়ুন: অস্ত্রোপচার করতেই হচ্ছে, নিউজিল্যান্ডে পৌঁছে গেলেন বুমরাহ- রিপোর্ট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।