বাংলা নিউজ > ময়দান > Road Safety World Series Live Score: স্রেফ উড়ে গেল ইংল্যান্ড, সচিন-যুবির বিধ্বংসী ব্যাটিং ও স্পিনের জালে জয় ইন্ডিয়ার
Road Safety World Series Live Score: স্রেফ উড়ে গেল ইংল্যান্ড, সচিন-যুবির বিধ্বংসী ব্যাটিং ও স্পিনের জালে জয় ইন্ডিয়ার
5 মিনিটে পড়ুন Updated: 23 Sep 2022, 12:14 AM ISTAyan Das
Road Safety World Series Highlights: ইন্ডিয়া লেজেন্ডস বনাম ইংল্যান্ড লেজেন্ডসের ম্যাচে কী কী হল, দেখুন পুরো হাইলাইটস।
সচিন তেন্ডুলকরের দুর্ধর্ষ ব্যাটিং, ইংল্যান্ডের উইকেট পড়ার পর উচ্ছ্বাস ভারতীয়দের। (ছবি সৌজন্যে, টুইটার @RSWorldSeries)
Road Safety World Series Highlights (India Legends vs England Legends): বৃষ্টির জন্য দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। সেই অপেক্ষার দাম সুদে-আসলে মিটিয়ে দিলেন সচিন তেন্ডুলকররা। ইংল্যান্ড লেজেন্ডসকে স্রেফ উড়িয়ে দিল ইন্ডিয়া লেজেন্ডস। ৪০ রানে জিতলেন সচিনরা। যিনি ২০ বলে ৪০ রান করে ভারতের ভিত গড়ে দেন। শেষটা দুর্দান্ত করেন যুবরাজ সিং। তারপর বাকি কাজটা সেরে ফেলেন বোলাররা।
23 Sep 2022, 12:14 AM IST
ম্যাচের সেরা নির্বাচিত হলেন সচিন তেন্ডুলকর
ম্যাচের সেরা নির্বাচিত হলেন সচিন তেন্ডুলকর। ২০ বলে ৪০ রান করেন। তাছাড়া বোলারদের মধ্যে সবথেকে ভালো ছন্দে ছিলেন রাজেশ পাওয়ার। তিন ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নেন। স্টুয়ার্ট বিনি, মনপ্রীত গোনি এবং প্রজ্ঞান ওঝা একটি করে উইকেট পান।
ইংল্যান্ড লেজেন্ডসকে উড়িয়ে দিল ইন্ডিয়া লেজেন্ডস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪০ রানে জিতলেন সচিন তেন্ডুলকররা। প্রাথমিকভাবে বিধ্বংসী ইনিংস খেলে বড় রান তোলেন সচিন এবং যুবরাজ সিং। শুরুটা ইংল্যান্ড খারাপ না করলেও তারপর স্পিনের জালে হাসফাঁস করতে থাকে ইংল্যান্ড।
22 Sep 2022, 11:36 PM IST
জয়ের জন্য ১৮ বলে ৭৯ রান দরকার ইংল্যান্ডের
জয়ের জন্য ১৮ বলে ৭৯ রান দরকার ইংল্যান্ড লেজেন্ডসের। হাতে আছে চার উইকেট। ইংল্যান্ডের হার শুধু সময়ের অপেক্ষা। ইংল্যান্ড অধিনায়ক ইয়ান বেল যে পিচ বুঝতে পারেননি, তা স্পষ্ট হয়ে গিয়েছে।
22 Sep 2022, 11:33 PM IST
ফিরল বাবর-রিজওয়ানের ম্যাজিক, ২০০ তাড়া করে ১০ উইকেটে জয় পাকিস্তানের
PAK vs ENG: প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন পাকিস্তানের। ১০ উইকেটে ইংল্যান্ডকে উড়িয়ে দিলেন বাবর আজমরা - আপডেট দেখুন এখানে
22 Sep 2022, 11:29 PM IST
ছয় উইকেট পড়ল ইংল্যান্ড লেজেন্ডসের
পরপর দু'বলে দুই উইকেট। ছয় উইকেট পড়ল ইংল্যান্ড লেজেন্ডসের। মনপ্রীত গোনির বলে আউট জেমস টিন্ডল। তিন বলে দু'রান করেছেন। ১০.১ ওভারে ইংল্যান্ড লেজেন্ডসের স্কোর ছয় উইকেটে ৮৬ রান।
22 Sep 2022, 11:23 PM IST
ক্রমশ হাতছাড়া হচ্ছে ম্যাচ, ৫ উইকেট পড়ল ইংল্যান্ডের
ক্রমশ হাতছাড়া হচ্ছে ম্যাচ। পাঁচ উইকেট পড়ল ইংল্যান্ড লেজেন্ডসের। এবার আউট হলেন ফিল মাস্টার্ড। আরও একটি উইকেট পেলেন রাজেশ পাওয়ার। মাস্টার্ডের ব্যাট থেকে বলটা বেরনোর পরেই 'পাজি' বলে চিৎকার নমন ওঝার। পয়েন্টে দাঁড়িয়ে সহজ ক্যাচ সচিন তেন্ডুলকরের। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর পাঁচ উইকেটে ৮৫। মাস্টার্ড করলেন ১৯ বলে ২৯ রান।
22 Sep 2022, 11:21 PM IST
স্পিনের জালে ফাঁসল ইংল্যান্ড, পড়ল ৪ উইকেট
আবারও স্পিনের জালে ফাঁসল ইংল্যান্ড। আউট টিম অ্যামব্রোস। ১১ বলে ১৬ রানে আউট ইংল্যান্ড লেজেন্ডসের খেলোয়াড়। আউট করলেন রাজেশ পাওয়ার। ইংল্যান্ডের স্কোর ৯.২ ওভারে চার উইকেটে ৮২ রান।
22 Sep 2022, 11:17 PM IST
সেঞ্চুরি বাবরের
PAK VS ENG: একেবারে নিজস্ব স্টাইলে ফর্মে ফিরলেন বাবর আজম। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬২ বলে শতরান করলেন — আপডেট দেখুন এখানে
তৃতীয় উইকেট পড়ল ইংল্যান্ড লেজেন্ডসের। আউট রিক্কি ক্লার্ক। বোল্ড করলেন স্টুয়ার্ট বিনি। ছয় বলে নয় রান করেন ক্লার্ক। ঢিমেগতির বলে বোল্ড হন। ৬.৫ ওভারে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটে ৬৫ রান।
22 Sep 2022, 11:01 PM IST
প্রজ্ঞানের দুর্দান্ত বোলিংয়ে আউট বেল, ২ উইকেট পড়ল ইংল্যান্ডের
পাওয়ার প্লে'র শেষে ইংল্যান্ড লেজেন্ডসের স্কোর ৪৮/১
পাওয়ার প্লে'র শেষে ইংল্যান্ড লেজেন্ডসের স্কোর এক উইকেটে ৪৮ রান। ক্রিজে আছেন ইয়ান বেল (আট বলে ১০ রান) এবং ফিল মাস্টার্ড (১৩ বলে ২২ রান) এই পর্যায়ে ভারত এগিয়ে ছিল। ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ছিল বিনা উইকেটে ৬২ রান।
22 Sep 2022, 10:52 PM IST
প্রথম সাফল্য ইন্ডিয়া লেজেন্ডসের
প্রথম সাফল্য ইন্ডিয়া লেজেন্ডসের। উইকেট পেলেন রাজেশ পাওয়ার। ৩.১ ওভারে ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ৩৬ রান। বলটা কিছুটা নীচু হয়ে গেল।
22 Sep 2022, 10:48 PM IST
তৃতীয় ওভারে ১৪ রান দিলেন ইউসুফ
তৃতীয় ওভারে ১৪ রান দিলেন ইউসুফ পাঠান। ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৫ রান। কিছুটা চাপে পড়ে গেল ইন্ডিয়া লেজেন্ডস। বড় রান তাড়া কর
22 Sep 2022, 10:42 PM IST
আক্রমণাত্মক শুরু ইংল্যান্ড লেজেন্ডসের
প্রথম দু'ওভারে ইংল্যান্ড লেজেন্ডসদের স্কোর বিনা উইকেটে ১৯ রান। আক্রমণাত্মক শুরু করেছে ইংল্যান্ডে লেজেন্ডস। দ্বিতীয় ওভারে উঠল ১০ রান।
22 Sep 2022, 10:21 PM IST
শেষে বিধ্বংসী যুবি, ১৭০ রান তুলল ইন্ডিয়া লেজেন্ডস
শেষ ইন্ডিয়া লেজেন্ডসের ইনিংস। নির্ধারিত ১৫ ওভারে পাঁচ উইকেটে করল ১৭০ রান। ১৫ বলে অপরাজিত ৩১ রান থাকলেন যুবরাজ সিং। শেষ ওভারে ১৫ রান উঠল।
22 Sep 2022, 10:16 PM IST
১৪ ওভারে সচিনদের স্কোর ৫/১৫৫
১৪ ওভারে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর পাঁচ উইকেটে ১৫৫ রান। ক্রিজে আছেন যুবরাজ সিং (১২ বলে ২৫ রান)। আছেন ইরফান পাঠানও (ছয় বলে তিন রান)। ১৪ তম ওভারের শেষ বলে ছক্কা যুবরাজের। আর এক ওভার বাকি আছে।
22 Sep 2022, 10:08 PM IST
নো বলে রান-আউট স্টুয়ার্ট বিনি
নো বলে রান-আউট স্টুয়ার্ট বিনি। ১২ ওভারে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর পাঁচ উইকেটে ১৩৬ রান। ১১ বলে ১৮ রান বিনির। আউট নিয়ে অখুশি। তবে নো বল আদৌও ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন আছে।
22 Sep 2022, 10:06 PM IST
মারকুটে ব্যাটিং বিনি, যুবির
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ফর্মে শেষ করেছিলেন, আজ সেখান থেকেই শুরু করলেন স্টুয়ার্ট বিনি। ১০ বলে ১৮ রানে অপরাজিত। যুবরাজ সিংও একটি ছক্কা মেরেছেন। তাঁর স্কোর ছয় বলে অপরাজিত ১০ রান। ১২ ওভারে ইন্ডিয়া লেজেন্ডের স্কোর চার উইকেট ১৩৫ রান।
22 Sep 2022, 09:56 PM IST
একই ওভারে আউট রায়না ও ইউসুফ, কিছুটা খেই হারালেন সচিনরা
দশম ওভারে জোড়া উইকেট হারাল ভারত। আউট হয়ে গেলেন সুরেশ রায়না এবং ইউসুফ পাঠান। উইকেট পেলেন প্যারি। ক্রিজে গেলেন যুবরাজ সিং এবং স্টুয়ার্ট বিনি। ১০ ওভারের শেষে সচিনদের স্কোর চার উইকেটে ১০৮ রান।
22 Sep 2022, 09:45 PM IST
মারকুটে ভঙ্গিমায় পাঠান ও রায়না
আট ওভারে দুই উইকেটে ৯২ রান। ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর দুই উইকেটে মারকুটে ছন্দে খেলছেন সুরেশ রায়না (পাঁচ বলে ১০ রান) এবং ইউসুফ পাঠান (ছয় বলে ১৩ রান)। দু'জনেই ছক্কা মেরে ফেলেছেন।
আউট সচিন তেন্ডুলকর। ৬.২ ওভারে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর দুই উইকেটে ৬৭ রান। ২০ বলে ৪০ রান করলেন। স্ট্রাইক রেট ২০০।
22 Sep 2022, 09:27 PM IST
প্রথম উইকেট পড়ল সচিনদের
প্রথম উইকেট পড়ল ইন্ডিয়া লেজেন্ডসের। আউট নমন ওঝা। ৫.৪ ওভারে স্কোর এক উইকেটে ৬৫ রান। বলটা মারার জায়গায় ছিল। কিন্তু বাউন্ডারি করতে পারেননি ওঝা।
22 Sep 2022, 09:25 PM IST
দুর্দান্ত পাওয়ার প্লে ভারতের
প্রথম পাঁচ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৬২ রান। সচিন তেন্ডুলকর অপরাজিত রানে ৩৮ রান (১৬ বল)। ১৪ বলে ১৯ রান করেছেন নমন ওঝা।
22 Sep 2022, 09:19 PM IST
৬, ৬, ৪, ২, ৬ - বৃষ্টির পরে উঠল সচিন ঝড়, মজে দর্শক
৬, ৬, ৪, ২, ৬ - বৃষ্টির পরে দেরাদুনে উঠল সচিন তেন্ডুলকর ঝড়য চার ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৯ রান। সচিন ১৩ বলে ৩৩ রান করেছেন।
22 Sep 2022, 09:14 PM IST
কে বলবে অবসর নিয়েছেন! পুরো T20 ব্যাটিং সচিনের
কে বলবে যে অবসর নিয়েছেন! পরপর দু'বল দুটি ছক্কা মারলেন সচিন লেন্ডুলকর। প্রথমটা পুরো টি-টোয়েন্টি শট ছিল। দ্বিতীয়টা ক্রিজ থেকে এগিয়ে এসে ছক্কা মারলেন ছক্কা। তারপর মারলেন চার। তিন ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৬ রান। সচিন ১০ বলে ২৫ রান করেছেন।
22 Sep 2022, 09:08 PM IST
প্রথম চার মারলেন সচিন
প্রথম চার মারলেন সচিন তেন্ডুলকর। নিজের খেলা বলেই চার মারলেন সচিন। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন প্রাক্তন ভারতীয় তারকা।
22 Sep 2022, 09:08 PM IST
ম্যাচের প্রথম ছক্কা এল নমন ওঝার ব্যাট থেকে
ম্যাচের প্রথম ছক্কা এল নমন ওঝার ব্যাট থেকে। ১.২ ওভারে প্যারির শর্ট বল ছক্কা মারলেন ওঝা। ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর বিনা উইকেটে ১২ রান।
22 Sep 2022, 09:02 PM IST
শুরু খেলা
শুরু হল খেলা। ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে নেমেছেন সচিন তেন্ডুলকর এবং নমন ওঝা।
22 Sep 2022, 08:38 PM IST
১৫ ওভারের ম্যাচ! টসে হেরে প্রথমে ব্যাটিং সচিনদের
টসে জিতল ইংল্যান্ড লেজেন্ডস। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইয়ান বেল। ১৫ ওভারের ম্যাচ হবে। রাত ন'টা থেকে ম্যাচ শুরু হবে।
22 Sep 2022, 08:22 PM IST
বৃষ্টি থাকল দেরাদুনে, তবে ভিজে আউটফিল্ড
বৃষ্টি থাকল দেরাদুনে। তবে আউটফিল্ড ভিজে আছে। আদৌও ম্যাচ শুরু হবে তো? বাড়ছে ধন্দে।
22 Sep 2022, 07:34 PM IST
বৃষ্টিতে শুরু হল না খেলা, সচিনদের টানা ৩ ম্যাচে ভেস্তে যাবে?
বৃষ্টির জন্য পিছিয়ে গেল ম্যাচ। দেরাদুনে বেশ জোরে বৃষ্টি হচ্ছে। কতক্ষণ পরে ম্যাচ শুরু হবে, তা নিয়ে সরকারিভাবে জানানো হয়নি। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে।
22 Sep 2022, 07:12 PM IST
ভারতের কী অবস্থা?
এতদিনে রোড সেফটি ওয়ার্ড সিরিজে ভারতের তিনটি ম্যাচ খেলার কথা। কিন্তু বৃষ্টির ঠেলায় দুটি ম্যাচ ভেস্তে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিরুদ্ধে একটাও বল হয়নি। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় ওভারও খেলা হয়নি। আপাতত মাত্র একটি পূর্ণাঙ্গ ম্যাচ খেলেছে ইন্ডিয়া লেজেন্ডস।
22 Sep 2022, 07:05 PM IST
আবারও মাঠে নামছেন সচিন, মুখোমুখি ভারত ও ইংল্যান্ড
Road Safety World Series Live Score and Updates: আজ রোড সেফটি ওয়ার্ড সিরিজে ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে নামছে ইন্ডিয়া লেজেন্ডস। অর্থাৎ আজ আবারও মাঠে নামতে চলেছেন সচিন তেন্ডুলকর।