অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সমান্তরালে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারন্যাশনাল লিগ টি-২০। নতুন এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটেবিশ্বে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কেননা মোটা অঙ্কের আর্থিক চুক্তির প্রস্তাব দিয়ে প্রথমসারির আন্তর্জাতিক ক্রিকেটারদের মাঠে নামানোর চেষ্টা চলছে আন্তর্জাতিক লিগ টি-২০ বা ILT20-তে। তাছাড়া একসঙ্গে ৯ জন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামানো যাবে বলেই অন্যন্য দেশের ঘরোয়া লিগের জৌলুস হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, আমিরশাহির এই টি-২০ লিগে ক্রিকেটারদের যা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে, তা পাকিস্তান সুপার লিগ (PSL), বিগ ব্যাশ লিগ (BBL), দ্য হান্ড্রেডের (The Hundred) মতো টুর্নামেন্টের থেকে বেশি। যদিও টাকার অঙ্কে আইপিএ (IPL)-এর ধারেকাছেও নেই ILT20। নতুন এই টুর্নামেন্ট সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে চোখ রাখা যাক-
কতগুলি দল অংশ নেবে: উদ্বোধনী ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা ILT20-তে ৬টি দল অংশ নেবে।
কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট: আমিরশাহির সব স্টেডিয়ামগুলিতেই অনুষ্ঠিত হবে ILT20-র ম্যাচ।
টুর্নামেন্ট কবে শুরু ও কবে শেষ: ২০২৩ সালের ৬ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
টুর্নামেন্টের ফর্ম্যাট কেমন হবে: লিগে প্রতিটি দল নিজেদের মধ্যে ২টি করে ম্যাচ খেলবে। পরে অনুষ্ঠিত হবে ৪ ম্যাচের প্লে-অফ। টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ খলা হবে।
আরও পড়ুন:- IPL ধরাছোঁয়ার বাইরে, তবে সেরা ক্রিকেটারদের প্রচুর টাকার লোভ দেখাচ্ছে UAE-র নতুন T20 লিগ
কাদের দল রয়েছে টুর্নামেন্টে: তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দল রয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'তে। এছাড়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গ্লেজারদের ল্যান্সার ক্যাপিটালসের একটি দল রয়েছে। একটি দল রয়েছে আদানি গ্রুপের এবং একটি দলের মালিকানা রয়েছে ক্যাপ্রি গ্লোবালের হাতে।
কতজনের স্কোয়াড গড়া যাবে: প্রতিটি দল সর্বোচ্চ ১৮ জনের স্কোয়াড গড়ে নিতে পারবে।
প্রতি স্কোয়াডে কতজন বিদেশি থাকবে: প্রতিটি স্কোয়াডে সর্বোচ্চ ১২ জন করে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে।
স্কোয়াডে কতজন স্থানীয় ক্রিকেটার নিতে হবে: প্রতিটি স্কোয়াডে অন্তত ৩ জন আমিরশাহির ক্রিকেটার থাকতে হবে। আইসিসির অন্যান্য সহযোগী দেশের ২ জন ক্রিকেটার রাখতে হবে এবং একজন ক্রিকেটার নিতে হবে আমিরশাহির অনূর্ধ্ব-২৩ পর্যায় থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।