শুভব্রত মুখার্জি: ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদি একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং লাইন আপকে। অথচ গত রবিবার মেলবোর্নে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্যায়ের ম্যাচে ভারতের বিরুদ্ধে সেই শাহিন শাহ আফ্রিদিই চূড়ান্ত হতাশ করেছেন । একটি উইকেট তো নিতেই পারেননি, উল্টে বিরাটের হাতে প্রচন্ড ঠ্যাঙানি খেতে হয়েছে তাঁকে। এ বার তাঁকে নিয়েই বাবর আজমকে সতর্ক করলেন প্রাক্তন পাকিস্তানি তারকা পেসার আকিভ জাভেদ। তাঁর মতে, শাহিনকে এই বিশ্বকাপে আর খেলানোই উচিত নয় বাবরের।
আরও পড়ুন: অধিনায়কত্ব না করতে পারলে ছেড়ে দিক- বাবরকে সমালোচনায় বিদ্ধ করলেন পাক প্রাক্তনী
পাক সংবাদ মাধ্যম জিও নিউজকে তিনি জানিয়েছেন, ‘ওকে (শাহিন) দেখে একেবারেই ১০০ শতাংশ ফিট বলে আমার মনে হয়নি। প্রথম বল করতে ও যখন দৌড় শুরু করে, তখনই আমার মনে হয়েছিল এটা কি হচ্ছে! কারণ শুরুতেই ওর ওই রকম পেস, ওই রকম স্পিড কোথাও যেন হারিয়ে গেছে বলে মনে হচ্ছিল। এ দিন ওর পেসেও খামতি ছিল বলে আমার মনে হয়েছে। বল হাতে দৌড়ানোর সময়েও ওকে অনেক বেশি সচেতন (চোট সম্বন্ধে) মনে হয়েছে।’
আরও পড়ুন: কোহলির মেলবোর্নের ইনিংস নয়,যুবির এক বিশেষ ইনিংসকে এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন কোচ
শাহিন শাহ আফ্রিদিকে সম্বন্ধে বলতে গিয়ে আকিভ জাভেদ ,বাবর আজমকে সতর্ক করে দাবি করেছেন, ‘এটা দেখতে হবে যদি শাহিন ঠিক করে দৌড়াতেই পারছে না। কারণ ও নিজের হাঁটু নিয়ে সব সময় সচেতন থাকছে যে, যদি আবার চোট লেগে যায়। তা হলে শাহিনকে খেলানো বা ওকে খেলতে দেওয়াটা সব থেকে বড় ভুল হবে।’ উল্লেখ্য ভারতের বিরুদ্ধে মেলবোর্নে শাহিন নিজের স্পেলের শেষ দুই ওভারে ২৬ রান দিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।