New Zealand vs Pakistan T20 World Cup 2022 1st Semi-Final Live Score: বাবর-রিজওয়ানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে সেমিফাইনালে কেন উইলিয়ামসনদের পরাজিত করে পাকিস্তান।
পাকিস্তানকে জয়ের মঞ্চে বসিয়ে দেন বাবর-রিজওয়ান। ছবি- আইসিসি।
একদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভের বাধা টপকায় নিউজিল্যান্ড। অন্যদিকে বরাতজোরে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। তবে বিশ্বকাপের নক-আউট ম্যাচে কোনও দলকে এগিয়ে বা পিছিয়ে রাখা মুশকিল ছিল বিশেষজ্ঞদের পক্ষেও। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড অত্যন্ত ধারাবাহিক হলেও মুখোমুখি লড়াইয়ের ইতিহাস একতরফাভাবে ঢলে ছিল বাবর আজমদের দিকে। স্বাভাবিকভাবেই, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড-পাকিস্তানের উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শেষমেশ কিউয়িদের ছিটকে দিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
09 Nov 2022, 05:20 PM IST
ম্যাচের সেরা রিজওয়ান
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে হাফ-সেঞ্চুরি করেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। ৭টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৫৩ রান করেন বাবর। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৫৭ রান করেন রিজওয়ান। শেষমেশ ম্যাচের সেরার পুরস্কার ওঠে রিজওয়ানের হাতে।
09 Nov 2022, 04:58 PM IST
ফাইনালে পাকিস্তান
নিউজিল্যান্ডের ৪ উইকেটে ১৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রান সংগ্রহ করে নেয়। ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরেন বাবর আজমরা।
09 Nov 2022, 04:54 PM IST
মহম্মদ হ্যারিস আউট
১৮.২ ওভারে স্যান্টনারের বলে হ্যারিসের ক্যাচ ছাড়েন সোধি। ওভারের শেষ বলে অ্যালেনের হাতে ধরা পড়েন হ্যারিস। ২৬ বলে ৩০ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। পাকিস্তান ১৫১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। জয়ের জন্য শেষ ওভারে ২ রান দরাকর পাকিস্তানের।
09 Nov 2022, 04:49 PM IST
২ ওভারে পাকিস্তানের দরকার ৮
১৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৪৫ রান। জয়ের জন্য তাদের দরকার ২ ওভারে ৮ রান। ফার্গুসনের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন মহম্মদ হ্যারিস। তিনি ২৮ রানে ব্যাট করছেন।
09 Nov 2022, 04:45 PM IST
মহম্মদ রিজওয়ান আউট
১৬.৬ ওভারে বোল্টের বলে ফিলিপসের হাতে ধরা পড়েন মহম্মদ রিজওয়ান। ৪৩ বলে ৫৭ রান করেন তিনি। মারেন ৫টি চার। পাকিস্তান ১৩২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শান মাসুদ। বোল্ট ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
09 Nov 2022, 04:38 PM IST
২৬ রান দরকার পাকিস্তানের
জয়ের জন্য ৪ ওভারে ২৬ রান দরকার পাকিস্তানের। ১৬ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১২৭ রান। রিজওয়ান ৫৫ ও হ্যারিস ১৫ রানে ব্যাট করছেন।
09 Nov 2022, 04:37 PM IST
১৫ ওভারের খেলা শেষ
১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১২২ রান। মহম্মদ রিজওয়ান ৫৪ রানে ব্যাট করছেন। ১১ রানে নট-আউট রয়েছেন মহম্মদ হ্যারিস।
09 Nov 2022, 04:30 PM IST
হাফ-সেঞ্চুরি রিজওয়ানের
৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। ১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান। রিজওয়ান ৫০ ও হ্যারিস ৬ রানে ব্যাট করছেন।
09 Nov 2022, 04:23 PM IST
বাবর আজম আউট
১২.৪ ওভারে ট্রেন্ট বোল্টের বলে মিচেলের হাতে ধরা পড়েন বাবর আজম। ৪২ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন পাক দলনায়ক। তিনি ৭টি চার মারেন। পাকিস্তান ১০৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ হ্যারিস। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১০৯ রান। ৪৮ রানে ব্যাট করছেন রিজওয়ান।
৭টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বাবর আজম। ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৯৭ রান। বাবর ৫০ ও রিজওয়ান ৪৩ রানে ব্যাট করছেন।
09 Nov 2022, 04:10 PM IST
১০ ওভারে পাকিস্তানের দরকার ৬৬
১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৮৭ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৬৬ রান। বাবর ৩৪ বলে ৪৩ রান করেছেন। ২৬ বলে ৪১ রান করেছেন রিজওয়ান।
09 Nov 2022, 04:05 PM IST
স্যান্টনারের ওভারে ৭ রান
নবম ওভারে মিচেল স্য়ান্টনারের বলে ৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৭৫ রান। রিজওয়ান ৩৭ ও বাবর ৩৫ রানে ব্যাট করছেন।
09 Nov 2022, 04:03 PM IST
সোধির ওভারে ৫ রান
অষ্টম ওভারে বল করতে আসেন ইশ সোধি। নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন তিনি। ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৬৮ রান। বাবর ৩৩ ও রিজওয়ান ৩২ রানে ব্যাট করছেন।
09 Nov 2022, 03:57 PM IST
স্যান্টনারের ওভারে ৮ রান
সপ্তম ওভারে বল করতে আসেন মিচেল স্যান্টনার। তাঁর বলে ১টি চার মারেন বাবর আজম। ওভারে মোট ৮ রান ওঠে। ৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৬৩ রান। বাবর ২৩ বলে ৩০ রান করেছেন। রিজওয়ান ১৯ বলে ৩০ রান করেছেন।
09 Nov 2022, 03:52 PM IST
৫০ টপকাল পাকিস্তান
পাওয়ার প্লে-র ৬ ওভারে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৫৫ রান। মহম্মদ রিজওয়ান ২৮ রানে ব্যাট করছেন। বাবর আজম অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ২৫ রানে।
09 Nov 2022, 03:48 PM IST
সাউদির ওভারে ১৫ রান
পঞ্চম ওভারে টিম সাউদির বলে ২টি চার মারেন রিজওয়ান। ১টি চার মারেন বাবর আজম। ওভারে মোট ১৫ রান ওঠে। ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪৭ রান। ১৪ বলে ২৭ রান করেছেন রিজওয়ান। ৫টি চার মেরেছেন তিনি। ১৬ বলে ১৯ রান করেছেন বাবর। ৩টি চার মেরেছেন তিনি।
09 Nov 2022, 03:43 PM IST
ফার্গুসনের ওভারে ৮ রান
চতুর্থ ওভারে বল করতে আসেন লকি ফার্গুসন। প্রথম বলেই চার মারেন বাবর। ওভারে মোট ৮ রান ওঠে। ৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৩২ রান। রিজওয়ান ১৮ ও বাবর ১৪ রান করেছেন।
09 Nov 2022, 03:39 PM IST
বোল্টের ওভারে ১৫ রান
তৃতীয় ওভারে বল করতে আসেন ট্রেন্ট বোল্ট। তাঁর ওভারে ২টি চার মারেন রিজওয়ান। ১টি চার মারেন বাবর আজম। ওভারে মোট ১৫ রান ওঠে। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৪ রান। ৯ বলে ১৭ রান করেছেন রিজওয়ান ৯ বলে ৭ রান করেছেন বাবর।
09 Nov 2022, 03:36 PM IST
সাউদির ওভারে ২ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন টিম সাউদি। তাঁর ওভারে মোটে ২ রান ওঠে। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৯ রান। ৭ রানে ব্যাট করছেন রিজওয়ান।
09 Nov 2022, 03:31 PM IST
জীবনদান পেলেন বাবর
বাবর আজমকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মহম্মদ রিজওয়ান। বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলেই চার মারেন রিজওয়ান। তৃতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে বাবর আজমের ক্যাচ ছাড়েন কিপার কনওয়ে। প্রথম ওভারে ৭ রান ওঠে। কনওয়ে ক্যাচ ধরলে গোল্ডেন ডাকে সাজঘরে ফিরতেন বাবর।
09 Nov 2022, 03:20 PM IST
দেড়শো টপকে লড়াইয়ের রসদ নিউজিল্যান্ডের
নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ১৫২ রান সংগ্রহ করেছে। সুতরাং, ফাইনালের টিকিট পকেটে পোরার জন্য পাকিস্তানের দরকার ১৫৩ রান। ডারিল মিচেল ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১২ বলে ১৬ রান করে নট-আউট থাকেন জিমি নিশাম। তিনি ১টি চার মারেন। নাসিম ৪ ওভারে ৩০ রান খরচ করেছেন।
09 Nov 2022, 03:13 PM IST
হাফ-সেঞ্চুরি মিচেলের
৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডারিল মিচেল। ১৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৪৪ রান। মিচেল ৫০ ও নিশাম ১৪ রানে ব্যাট করছেন। ৪ ওভারে ৩২ রান খরচ করেন হ্যারিস রউফ।
09 Nov 2022, 03:06 PM IST
নাসিমের ওভারে ১০ রান
১৮তম ওভারে ১০ রান খরচ করেন নাসিম শাহ। ১টি চার মারেন ডারিল মিচেল। ১৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৩৩ রান। মিচেল ৪৬ রানে ব্যাট করছেন। ২৯ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। নিশাম ৮ রানে ব্যাট করছেন। নাসিম ৩ ওভারে ২৫ রান খরচ করেছেন।
09 Nov 2022, 03:01 PM IST
কেন উইলিয়ামসন আউট
১৬.২ ওভারে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৪৬ রান করে মাঠ ছাড়েন কিউয়ি দলনায়ক। নিউজিল্যন্ড ১১৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জিমি নিশাম। ১৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১২৩ রান। ডারিল মিচেল ৩৮ রানে ব্যাট করছেন। আফ্রিদি ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
09 Nov 2022, 02:58 PM IST
হ্যারিসের ওভারে ১০ রান
১৬তম ওভারে হ্যারিস রউফ ১০ রান খরচ করেন। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১৬ রান। উইলিয়ামসন ৪৬ ও মিচেল ৩৮ রানে ব্যাট করছেন। রউফ ৩ ওভারে ২২ রান খরচ করেছেন।
09 Nov 2022, 03:21 PM IST
১০০ টপকাল নিউজিল্যান্ড
১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। তাদের স্কোর ৩ উইকেটে ১০৬ রান। উইলিয়ামসন ৪৩ ও মিচেল ৩১ রানে ব্যাট করছেন। শাহিন আফ্রিদি ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
09 Nov 2022, 02:44 PM IST
শাদবের বোলিং কোটা শেষ
১৪তম ওভারে নিউজিল্যান্ডের দলগত স্কোর ৩ উইকেটে ৯৯ রান। শাদব খানের বলে ১টি ছক্কা মারেন ডারিল মিচেল। ওভারে মোট ১০ রান ওঠে। ৩৭ রানে ব্যাট করছেন উইলিয়ামসন। ৩০ রানে ব্যাট করছেন মিচেল। শাদব খান ৪ ওভারে ৩৩ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
09 Nov 2022, 02:41 PM IST
ওয়াসিমকে ছক্কা হাঁকালেন উইলিয়ামসন
১৩তম ওভারে বল করতে আসেন মহম্মদ ওয়াসিম। প্রথম বলেই ছক্কা মারেন উইলিয়ামসন। ওভারে মোট ৮ রান ওঠে। ১৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৮৯ রান। উইলিয়ামসন ৩২ বলে ৩৫ রান করেছেন। ১৫ বলে ২২ রান করেছেন ডারিল মিচেল।
09 Nov 2022, 02:34 PM IST
নাসিমের ওভারে ৮ রান
১২তম ওভারে বল করতে আসেন নাসিম শাহ। তাঁর ওভারে ৮ রান ওঠে। ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। ২১ রানে ব্যাট করছেন ডারিল মিচেল। ২৮ রান করেছেন কেন উইলিয়ামসন। নাসিম ২ ওভারে ১৫ রান রান খরচ করেছেন।
09 Nov 2022, 02:33 PM IST
শাদবের ওভারে জোড়া বাউন্ডারি মিচেলের
১১তম ওভারে শাদব খানের বলে জোড়া বাউন্ডারি মারেন ডারিল মিচেল। ওভারে মোট ১৪ রান ওঠে। ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৩ রান। মিচেল ১৮ ও উইলিয়ামসন ২৪ রানে ব্যাট করছেন। শাদব ৩ ওভারে ২৩ রান খরচ করেছেন।
09 Nov 2022, 02:23 PM IST
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫৯ রান। নওয়াজের ওভারে ৭ রান ওঠে। উইলিয়ামসন ২৩ রানে ব্যাট করছেন। নওয়াদ ২ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
09 Nov 2022, 02:18 PM IST
৫০ টপকাল নিউজিল্যান্ড
নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ ৩ উইকেটে ৫২ রান। উইলিয়ামসন ২১ বলে ২০ রান করেছেন। শাদব ২ ওভারে ৯ রান খরচ করেছেন।
09 Nov 2022, 02:15 PM IST
গ্লেন ফিলিপস আউট
৭.৬ ওভারে মহম্মদ নওয়াজের বলে তাঁর হাতেই ধরা দিয়ে সাজঘরে ফেরেন গ্লেন ফিলিপস। ৮ বলে ৬ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৪৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল। নওয়াজ নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
09 Nov 2022, 02:11 PM IST
শাদবের ওভারে ৬ রান
সপ্তম ওভারে বল করতে আসেন শাদব খান। তাঁর ওভারে মোট ৬ রান ওঠে। ১টি চার মারেন ফিলিপস। ৭ ওভার শেষে নিউজিল্যান্ডোর স্কোর ২ উইকেটে ৪৪ রান। উইলিয়ামসন ১৪ রানে ব্যাট করছেন।
09 Nov 2022, 02:07 PM IST
রান-আউট কনওয়ে
ষষ্ঠ ওভারে বল করতে আসেন হ্যারিস রউফ। প্রথম বলে চার মারেন ডেভন কনওয়ে। ওভারের শেষ বলে শাদবের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ডেভন। ২০ বলে ২১ রান করেন কনওয়ে। মারেন ৩টি চার। নিউজিল্যান্ড পাওয়ার প্লে-র খেলা শেষ করে ২ উইকেটে ৩৮ রান সংগ্রহ করে। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস।
09 Nov 2022, 02:01 PM IST
ওয়াসিমের ওভারে ৭ রান
পঞ্চম ওভারে বল করতে আসেন মহম্মদ ওয়াসিম। তাঁর ওভারে মোট ৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৩০ রান। কনওয়ে ১৫ বলে ১৪ রান করেছেন। কেন উইলিয়ামসন ১২ বলে ১২ রান করেছেন।
09 Nov 2022, 01:56 PM IST
হ্যারিসের ওভারে ৪ রান
চতুর্থ ওভারে বল করতে আসেন হ্য়ারিস রউফ। নিজের প্রথম ওভারে ৪ রান খরচ করেন তিনি। ৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ২৩ রান। কনওয়ে ১১ ও উইলিয়ামসন ৮ রানে ব্যাট করছেন।
09 Nov 2022, 01:49 PM IST
আফ্রিদির ওভারে ৫ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন শাহিন আফ্রিদি। প্রথম বলে ৩ রান নেন উইলিয়ামসন। ওভারে মোট ৫ রান ওঠে। ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ ইঅইকেটে ১৯ রান। কনওয়ে ১০ ও উইলিয়ামসন ৫ রানে ব্যাট করছেন। আফ্রিদি ২ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেছেন।
09 Nov 2022, 01:47 PM IST
নাসিমের ওভারে জোড়া বাউন্ডারি কনওয়ের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ নাসিম। তাঁর বলে জোড়া বাউন্ডারি মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ৮ রান ওঠে। ২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ১৪ রান। ৯ রানে ব্যাট করছেন কনওয়ে।
09 Nov 2022, 01:36 PM IST
ফিন অ্যালেন আউট
প্রথম ওভারে আফ্রিদির দ্বিতীয় বলে অ্যালেনকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে বল ব্যাটের কানায় লাগায় রিভিউ নিয়ে বেঁচে যান অ্যালেন। তবে ভুল থেকে শিক্ষা নেননি তিনি। তৃতীয় বলে ফের ব্যাট চালিয়ে লাইন মিস করেন ফিন। এবারও তাঁকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। এবারও রিভিউ নেন তিনি। তবে এবার আর বাঁচতে পারেননি অ্যালেন। ৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন ফিন। নিউজিল্যান্ড চার রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেন উইলিয়ামসন। তিনি মাঠে নেমে প্রথম বলেই ১ রান নেন। ডেভন কনওয়ে পঞ্চম বলে ১ রান সংগ্রহ করেন। প্রথম ওভারে ৬ রান ওঠে। ১টি উইকেট পড়ে।
09 Nov 2022, 01:31 PM IST
সেমিফাইনালের লড়াই শুরু
ফিন অ্যালেনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। বোলিং শুরু করেন শাহিন আফ্রিদি। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন অ্যালেন।
পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে টস জিতল নিউজিল্যান্ড। টস জিতে কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, সিডনিতে রান তাড়া করবে পাকিস্তান। যদিও বাবর আজম জানালেন যে, তিনিও টসে জিতলে শুরুতে ব্য়াট করার সিদ্ধান্ত নিতেন। উভয় দলই অপরিবর্তিত প্রথম একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
09 Nov 2022, 12:49 PM IST
পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি
একেবারে উপমহাদেশের মতো বাইশগজে খেলা হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সেমিফাইনাল। পিচে ঘাস নেই তেমন। ব্যাটসম্যানরা সুবিধা পাবেন। স্পিনাররাও সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে পাকিস্তান বাড়তি আত্মবিশ্বাস পাবে সন্দেহ নেই।
09 Nov 2022, 12:14 PM IST
মুখোমুখি লড়াইয়ের ইতিহাস
টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ড ও পাকিস্তান মোট ২৮ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। পাকিস্তান জিতেছে ১৭টি ম্যাচ। নিউজিল্যান্ড জিতেছে ১১টি।
টি-২০ বিশ্বকাপে এর আগে মোট ৬ বার পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছে দু'দল। পাকিস্তান জিতেছে ৪টি ম্যাচ। নিউজিল্যান্ড জিতেছে ২টি।
09 Nov 2022, 12:10 PM IST
কোন পথে সেমিফাইনালে পাকিস্তান
১. ভারতের কাছে ৪ উইকেটে পরাজিত হয়। ২. জিম্বাবোয়ের কাছে ১ রানে হার মানে। ৩. নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করে। ৪. দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৩ রানে হারায়। ৫. বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে।
09 Nov 2022, 12:10 PM IST
কোন পথে সেমিফাইনালে নিউজিল্যান্ড
১. অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে দেয়। ২. আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ৩. শ্রীলঙ্কাকে ৬৫ রানে পরাজিত করে। ৪. ইংল্যান্ডের কাছে ২০ রানে পরাজিত হয়। ৫. আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে দেয়।