আইসিসি ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ-এর সেমিফাইনাল ম্যাচে ভারতের হয়ে ৫০ রান করেন বিরাট কোহলি। বিরাট কোহলি ৪০ বলে ৫০ রান করেন এবং এই সময় তাঁর ব্যাট থেকে চারটি চার এবং একটি ছক্কা আসে। এই ইনিংসে বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বেশ কিছু রেকর্ড গড়েছেন তিনি।
আরও পড়ুন… আমি কখনই বলব না যে ভারতের এটা দারুণ ব্যাটিং লাইন আপ- নাসের হুসেন
এই বিশ্বকাপে চার হাঁকানোর নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপে ১০০টি চার মারার মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। বিশ্বে তার আগে মাত্র দুইজন ব্যাটসম্যান ছিলেন যারা এমনটা করেছেন। দুজনেই ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি চার মেরেছেন মাহেলা জয়াবর্ধনে। ৩১ ইনিংসে ১১১টি চার মেরেছেন জয়াবর্ধনে। একইসঙ্গে এই তালিকার দুই নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। ২৫ ইনিংসে বিরাট কোহলির এখন ১০৩টি চার মেরেছেন।
আরও পড়ুন… জকোভিচের ‘রহস্য ড্রিঙ্কস’ নিয়ে এই প্রথমবার মুখ খুললেন নোভাকের স্ত্রী জেলেনা
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। তিনি ৩৪ ইনিংসে ১০১টি চার মেরেছেন। তালিকার চার নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মার অ্যাকাউন্টে ৯১টি চার রয়েছে। একইসঙ্গে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ৮৬টি চারের সাহায্যে পাঁচ নম্বরে রয়েছেন। ভারতের ইনিংস সম্পর্কে কথা বলতে গেলে,ভারত টস হেরে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানানোর পরে,২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।