ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। তবে প্রশ্ন থেকে যাচ্ছে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে। তাঁদের পারফরম্যান্স কিন্তু মোটেও ভাল নয়। এবং বহু দিন ধরেই তাঁরা নিজেদের ছন্দে নেই। তবে তরুণ ইশান কিষাণ মুগ্ধ করেছেন সোমবার। কেএল রাহুলও নিজের চেনা মেজাজে ছিলেন। ঋষভ পন্ত শেষে নেমে ভরসা জুগিয়েছেন।
বিরাট এবং সূর্যকুমারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি হার্দিক পাণ্ডিয়াও রয়েছে স্ক্যানারের তলায়। তিনি প্রথম প্রস্তুতি ম্যাচে বল করেননি। ব্যাট করারও সে ভাবে সুযোগ পাননি। মাত্র ১০ বল খেলার সুযোগ পেয়েছিলেন হার্দিক। করেছিলেন ১২ রান। তিনি কতটা আদৌ ফিট, সেটা অবশ্য বোঝা যায়নি। তবে পুরো ফিট হলে তিনি নিঃসন্দেহে বল করতেন। সম্ভবত অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচে হার্দিককে খেলানো হবে। তবে তিনি যদি বল না করেন, সে ক্ষেত্রে আদৌ হার্দিককে মূল বিশ্বকাপের ম্যাচে প্রথম একাদশে রাখা কতটা যুক্তিসঙ্গত হবে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বোলাররাদের ক্ষেত্রে আবার ভুবনেশ্বর কুমার নজর কাড়তে পারেননি। মহম্মদ সামি রান দিলেও গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে নিয়েছিলেন। জসপ্রীত বুমরাহ নিজের ছন্দেই ছিলেন। তবে রবিচন্দ্রন অশ্বিন বা রাহুল চাহার সে ভাবে চেনা ছন্দে ছিলেন না। এ দিকে বরুণ চক্রবর্তীকে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হয়নি। তাঁকে সুযোগ দেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। এ ছাড়াও সুযোগ পেতে পারেন রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মারা। এঁরা কেউই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলেননি। এ দিকে ইশান কিষাণের পারফরম্যান্স দেখার পর, তাঁকে কোন পজিশনে খেলানো যায়, সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে ৪৬ বলে ৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন ইশান। আর ৫০ করেছিলেন ৩৬ বলে। তাঁকে কিন্তু ব্রিটিশ বোলররা আউট করতে পারেননি। তিনি টিমের অন্য সদস্যদের সুযোগ দেওয়ার জন্য রিটার্য়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান। আবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ দু'টি ম্যাচের একটিতে ৫০ এবং অন্যটিতে অপরাজিত ৮৪ রান করেছেন। তবে ভাল ফর্মে থাকলেও, কার জায়গায় তাঁকে খেলানো হবে? সেই নিয়ে চলছে চুলচেরা আলোচনা।
আসলে বুধবার অজিদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পরই নিজেদের ব্যাটিং অর্ডার ঠিক করে নেবে ভারত। সেই সঙ্গে কোন কোন বোলারকে খেলানো যেতে পারে, সেই সিদ্ধান্তও নেবে টিম ম্যানেজমেন্ট। বলা যেতেই পারে, এই ম্যাচের উপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ কেমন হবে, তা অনেকটাই নির্ভর করছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।