বাংলা নিউজ > ময়দান > ICC Elite Panel: সরে দাঁড়ালেন আলিম দার, দায়িত্বে এহসান রাজা ও আদ্রিয়ান হোল্ডস্টক
পরবর্তী খবর
ICC Elite Panel: সরে দাঁড়ালেন আলিম দার, দায়িত্বে এহসান রাজা ও আদ্রিয়ান হোল্ডস্টক
1 মিনিটে পড়ুন Updated: 17 Mar 2023, 09:13 AM ISTSanjib Halder
পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিম দার তাঁর ১৯ বছরের দীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন। আলিম দার রেকর্ড ৪৩৫টি আন্তর্জাতিক পুরুষ ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের আলিম দার (ছবি-এপি)
পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিম দার তাঁর ১৯ বছরের দীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন। আলিম দার রেকর্ড ৪৩৫টি আন্তর্জাতিক পুরুষ ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন। এরই সঙ্গে দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও পাকিস্তানের এহসান রাজা আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারের তালিকায় স্থান পেয়েছেন।
আলিম দার ২০০২ সাল থেকে আম্পায়ারদের এলিট প্যানেলের একটি অংশ ছিলেন। যখন প্রথম আম্পায়ারদের জন্য তালিকা ঘোষণা করা হয়েছিল। আলিম দার টেস্ট এবং ওয়ানডেতে আম্পায়ারের ভূমিকা পালনের দিক থেকে প্রথম স্থানে রয়েছেন, যেখানে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিনি তাঁর নিজের দেশের এহসান রাজার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। নিজের আম্পায়ারিং ক্যারিয়ারে, আলিম দার তিনবার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছিলেন। এছাড়া ২০০৭ ও ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মাঠের আম্পায়ারের ভূমিকায় ছিলেন আলিম দার।
৫৪ বছর বয়সী পাকিস্তানের এই প্রাক্তন প্রথম-শ্রেণির ক্রিকেটার ২০০২ সালে শুরু থেকেই আইসিসি এলিট প্যানেলে রয়েছেন। তিনি ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪৪ টেস্ট, ২২২ ওয়ানডে, ৬৯টি টি-টোয়েন্টি এবং পাঁচটি মহিলাদের টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন।
আলিম দার অন্য যে কোনও আম্পায়ারের চেয়ে বেশি টেস্ট এবং ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন। স্বদেশী আহসানের পর টি-টোয়েন্টিতে দুই নম্বরে রয়েছেন তিনি। দার তাঁর কর্মজীবনের প্রতিফলন করার সময় বছরের পর বছর ধরে তার সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমি যখন এই পেশা শুরু করি, তখন স্বপ্নেও ভাবিনি যে এখানে পৌঁছাব।
আম্পায়ারিং ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্তের বিষয়ে, আলিম দার আইসিসির কাছে তার বিবৃতিতে বলেছেন যে এটি আমার জন্য অনেক দীর্ঘ যাত্রা। আম্পায়ারিংয়ের এই ক্যারিয়ারে যা অর্জন করেছি, তা আগে কখনও কল্পনাও করতে পারিনি। আমি মনে করি ১৯ বছর পর এই পেশাকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। অন্যান্য আম্পায়ারদের কাছে আমার একমাত্র বার্তা হল কঠোর পরিশ্রম করা এবং শেখা বন্ধ করবেন না। দার তাঁর বিবৃতিতে আরও বলেছেন যে তিনি এই সুযোগটির পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং প্যানেলে থাকা তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন। তিনি তাঁর পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন। কারণ তাদের সহযোগিতা ছাড়া তিনি এতদিন এই দায়িত্ব পালন করতে পারতেন না।
আলিম দার বলেন, ‘আমি এখনও একজন আন্তর্জাতিক আম্পায়ার হিসাবে চালিয়ে যেতে আগ্রহী কিন্তু আমি মনে করি এলিট প্যানেল থেকে সরে দাঁড়ানোর এবং আন্তর্জাতিক প্যানেল থেকে অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। আম্পায়ারদের প্রতি আমার বার্তা হল কঠোর পরিশ্রম করুন, নিয়মানুবর্তিত থাকুন এবং সবসময় শিখতে থাকুন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।