ডার্বির আগের দিন মোহনবাগান ক্লাব তাঁবুতে একেবারে ধুন্ধুমার কাণ্ড। শুক্রবার সন্ধ্যে ৬টা নাগাদ ঘেরাও করা হয় সবুজ-মেরুন ক্লাব তাঁবু। টিকিট না পেয়ে মোহনবাগান ক্লাবের বাইরে ক্ষোভ উগরে দেন একদল সমর্থক।
ডার্বির টিকিট নিয়ে এমনিতেই ক্ষোভ-বিক্ষোভ চলছিলই। এবার অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না। কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে। ভোরবেলা থেকে টানা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি অনেকেই। যা নিয়ে ক্ষেপে ছিলেন এক দল সমর্থক। সন্ধ্যার মুখে দু'-চারটে টিভি ক্যামেরা দেখেই ক্ষোভ উগরে দেন।
শহর জুড়ে মরশুমের প্রথম ডার্বির উত্তাপ। গত দু'দিন ধরে ডার্বি জ্বরে কাঁপছে কলকাতা। শনিবার বিকেলে কল্লোলিনীর একটাই ঠিকানা, যুবভারতী ক্রীড়াঙ্গন। ময়দান চত্বরে পা রাখলেই আবেগের বিস্ফোরণ। ৫০০০ টিকিট ক্লাবকে দেওয়া হয়েছিল সদস্যদের জন্য। তার মধ্যে ২৫০০ তাঁদের জন্য রেখে বাকি ২৫০০ টিকিট মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টকে পাঠাতে হয়েছে। যার ফলে স্বাভাবিক ভাবেই টিকিট কম পড়ে যায় সমর্থকদের জন্য। আর এতেই চটেছেন তাঁরা। সমর্থকদের ঘেরাও সামলাতে বিকেল থেকেই ক্লাবতাঁবুর প্রধান গেটে তালা মারা হয়।
আরও পড়ুন: কনিষ্ঠতম ফুটবলারের গোলে নেদারল্যান্ডকে হারিয়ে প্রথম বার মহিলা বিশ্বকাপের সেমিতে স্পেন
ডার্বি মানেই উন্মাদনা-উত্তাপ। কিন্তু এবার যেন সব কিছু ছাপিয়ে গিয়েছে। শেষ কবে বড় ম্যাচ নিয়ে এমন উত্তেজনা হয়েছিল, মনে করতে পারছেন না পরিসংখ্যানবিদরাও। তবে চাহিদা বেশি মোহনবাগানের টিকিটের। সবুজ মেরুনকে ফেভারিট ধরে নিয়ে নয়ে নয়ের সাক্ষী থাকার সুযোগ হাতছাড়া করতে চায় না বাগানপ্রেমীরা।
আগের দিন মোহনবাগান সচিবের করা মন্তব্য নিয়ে ময়দান তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে অশ্রাব্য গালিগালাজ করেন ইস্টবেঙ্গলের কর্মসমতির এক সদস্য। যা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ বাগানের কার্যকরী কমিটির সদস্যরা। ডার্বির পর কোনও পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলের উন্নতিতে ISL বড় ভূমিকা পালন করেছে- দরাজ সার্টিফিকেট দিলেন রোহিত
এই প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, ‘এই মুহূর্তে পারফরম্যান্সের দিক থেকে মোহনবাগান এগিয়ে। তাই মোহনবাগানের ম্যাচ জেতা উচিত। আমি বিশ্বাস করি জিতবে। সেটাই বলেছিলাম। কারোর সেটা পছন্দ নাই হতে পারে। কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়ায় আমাকে এইভাবে গালাগালি দেবে? একজন ইস্টবেঙ্গলের কর্মসমিতির সদস্য কী করে এটা করে? এটাই ওদের সংস্কৃতির পরিচয় দেয়। আমাদের কার্যকরী কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গত বারও ডুরান্ড দিয়েই শুরু হয়েছিল মরশুম। এ বারও তাই। সাদৃশ্য রয়েছে দু’দলের সাম্প্রতিক মুখোমুখি সাক্ষাতেও। গত আট বারের লড়াইয়ে হেরেছে ইস্টবেঙ্গল। শুধু মুখোমুখি সাক্ষাতেই নয়, ধারে-ভারেও তারাই এগিয়ে। ইস্টবেঙ্গল এটা ভেবে একটু স্বস্তি পেতে পারে যে, গত কয়েক বছরের চেয়ে এ বার তাদের দল তুলনামূলক ভাবে ভালো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।