Mohun Bagan Super Giant vs Sreenidi Deccan Kalinga Super Cup 2024 Live score: কলিঙ্গ সুপার কাপের শুরুতেই শ্রীনিদি ডেকানকে হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট।
প্রথমার্ধেই গোল কামিন্সের। ছবি- মোহনবাগান।
ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে মাঠে নেমে ৬টি জয় তুলে নিয়েছে মোহনবাগান। তারা হেরেছে ৩টি ম্য়াচ এবং ড্র করেছে ১টি। ১৯ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে সবুজ-মেরুন শিবির। এবার মোহনবাগানের লড়াই শুরু কলিঙ্গ সুপার কাপে। মঙ্গলবার ইস্টবেঙ্গল জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করে। তারা ৩-২ গোলে হারিয়ে দেয় হায়দরাবাদকে। পরে নিজেদের প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল শ্রীনিদি ডেকান। ইস্টবেঙ্গলের মতো মোহনবাগানও জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করে।
আগামী ১৪ জানুয়ারি, অর্থাৎ রবিবার এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান মাঠে নামবে হায়দরাবাদের বিরুদ্ধে। একই দিনে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলেরও।
09 Jan 2024, 09:29 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: জয় দিয়ে অভিযান শুরু মোহনবাগানের
রেফারির লম্বা বাঁশিতে ম্যাচ শেষ। ১ গোলে পিছিয়ে পড়েও শেষমেশ ২-১ গোলে ম্যাচ জেতে মোহনবাগান। ম্যাচের দুই অর্ধে মোহনবাগানের হয়ে ১টি করে গোল করেন কামিন্স ও সাদিকু। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন আশিস রাই।
09 Jan 2024, 09:21 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: সংযোজিত সময় ৪ মিনিট
দ্বিতীয়ার্ধে ৪ মিনিট সময় যোগ হয় ইনজুরি টাইম হিসেবে। একেবারে শেষ মুহূর্তে মোহনবাগান ফুটবলার বদল করে সময় নষ্ট করার উদ্দেশ্যেই।
09 Jan 2024, 09:15 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন অভিষেক
৮৬ মিনিটের মাথায় ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন অভিষেক। ফলে রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। ম্যাচের বাকি সময়টা ১০ জনে খেলতে হবে মোহনবাগানকে। ৮৯ মিনিটের মাথায় কামিন্সকে তুলে নেয় বাগান। তারা মাঠে নামায় সুরজিৎকে।
09 Jan 2024, 09:11 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: সাদিকুকে তুলে নিল মোহনবাগান
৮২ মিনিটের মাথায় সাদিকুকে তুলে নেয় মোহনবাগান। পরিবর্তে তারা মাঠে নামায় সুহেলকে। উল্লেখ্য, কিছুক্ষণ আগে সাদিকুর গোলেই ২-১ লিড নেয় সবুজ-মেরুন শিবির।
09 Jan 2024, 09:09 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: রাজের পায়ে প্রতিহত শ্রীনিদির আক্রমণ
৮০ মিনিটের মাথায় শ্রীনিদির আক্রমণ প্রতিহয় হয় রাজের পায়ে। কর্নার পেয়ে যায় শ্রীনিদি। যদিও তা কাজে লাগাতে পারেনি তারা। স্কোর এখনও মোহনবাগানের অনুকূলে ২-১।
৭১ মিনিটের মাথায় সাদিকুর গোলে ২-১ এগিয়ে গেল মোহনবাগান। যদিও সাদিকু এক্ষেত্রে অফ-সাইডে ছিলেন কিনা, তা নিয়ে শুরু হয়ে যায় চর্চা। ৭৩ মিনিটের মাথায় ফের গোল করার উপক্রম করেছিলেন সাদিকু। তবে দুর্দান্ত সেভ শ্রীনিদি গোলকিপারের।
09 Jan 2024, 08:56 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: সাদিকুর আক্রমণ প্রতিহত
৬৬ মিনিটের মাথায় দ্বিতীয়ার্ধে প্রথমবার বাগানের বক্সে যথাযথ আক্রমণ শানায় শ্রীনিদি। তবে আর্শের দস্তানায় প্রতিহত হয় আক্রমণ। ৬৮ মিনিটে সাদিকুর শট আকটে দেন শ্রীনিদি গোলকিপার।
09 Jan 2024, 08:48 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: এক ঘণ্টার খেলা অতিক্রান্ত
৬০ মিনিটের খেলা অতিক্রান্ত। এখনও ম্যাচের স্কোরলাইন ১-১। ২টি গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে এখনও কোনও গোল হয়নি। যদিও দ্বিতীয়ার্ধে শ্রীনিদির রক্ষণকে ব্যস্ত রেখেছে মোহনবাগান।
09 Jan 2024, 08:46 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: হলুদ কার্ড দেখলেন সুমিত
৫৩ মিনিটের মাথায় কর্নার আদায় করে নেয় মোহনবাগান। যদিও গোল করতে পারেনি তারা। ৫৬ মিনিটের মাথায় লালরোমাউইয়াকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন বাগানের সুমিত।
09 Jan 2024, 08:38 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। প্রথমার্ধে তুলনায় রক্ষণাত্মক শুরু করে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পরপর আক্রমণ শানায় সবুজ-মেরুন শিবির।
09 Jan 2024, 08:20 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধে ২ মিনিট সময় যোগ হয় ইনজুরি টাইম হিসেবে। সংযোজিত সময়ে পেত্রাতস, অভিষেক ও আশিস পরপর শট নেন শ্রীনিদির পোস্ট লক্ষ্য করে। তবে তাঁদের শট প্রতিহত হয় শ্রীনিদির রক্ষণে। প্রথমার্ধের খেলা শেষ। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রধমার্ধের লড়াই।
৩৯ মিনিটে জেসন কামিন্সের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরাল মোহনবাগান। সূর্যবংশীর শট প্রতিহত হয়ে ফেরার সময় কামিন্সের সামনে চলে আসে। গোলকিপার মাটিতে পড়ে ছিলেন। কামিন্স পায়ের আলতো ছোঁয়ায় ফাঁকা জালে বল ঠেলে দেন।
09 Jan 2024, 08:09 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: পরপর কর্নার পেয়ে কাজে লাগাতে ব্যর্থ বাগান
৩৬ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন জগদীপ। স্পট কিক থেকে কামিন্সের নেওয়া শট প্রতিহত করেন শ্রীনিদি গোলকিপার। পরপর ৩টি কর্নার পেয়ে যায় মোহনবাগান। যদিও কোনওটিই কাজে লাগাতে পারেনি তারা।
09 Jan 2024, 08:00 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: পেনাল্টি থেকে গোল উইলিয়ামের
২৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় শ্রীনিদি। ২৮ মিনিটে স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি উইলিয়াম আলভেজ। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় শ্রীনিদি। ৩০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন সাদিকু।
09 Jan 2024, 07:55 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: আর্শের দস্তানায় প্রতিহত শ্রীনিদির আক্রমণ
২১ মিনিটের মাথায় টুলুঙ্গার দূরপাল্লার শট বাগানের পোস্ট এড়িয়ে মাঠের বাইরে চলে যায়। ২২ মিনিটের মাথায় কর্নার পায় শ্রীনিদি। পাঞ্চ করে বল প্রতিরোধ করেন আর্শ।
09 Jan 2024, 07:51 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: অল্পের জন্য বাঁচল মোহনবাগান
১৭ মিনিটের মাথায় লালরোমাউইয়ার দূরপাল্লার শটে বল মোহনাবাগানের ক্রসবারের সামান্য উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। যদিও সতর্ক ছিলেন গোলকিপার আর্শদীপ। কোনও বিপদ হয়নি বাগানের।
09 Jan 2024, 07:46 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: আশিসের শট লক্ষ্যভ্রষ্ট
১৫ মিনিটের মাথায় আশিস রাইয়ের শট ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। মোহনবাগান ম্যাচে প্রথমবার শ্রীনিদির পোস্ট লক্ষ্য করে যথাযথ শট নেয়।
09 Jan 2024, 07:43 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: শ্রীনিদির বক্সে জোড়া আক্রমণ মোহনবাগানের
১০ মিনিটের মাথায় মোহনবাগান প্রথমবার যথাযথ আক্রমণ শানায় শ্রীনিদি শিবিরে। কামিন্সের ক্রস হেডে ক্লিয়ার করেন গুরমুখ। ১২ মিনিটের মাথায় ফের মোহনবাগানের আক্রমণ প্রতিহত হয় শ্রীনিদির বক্সে।
09 Jan 2024, 07:38 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: রক্ষণাত্মক শুরু মোহনবাগানের
শুরুতেই মরিয়া আক্রমণে ওঠার মানসিকতা দেখায়নি মোহনবাগান। বরং শ্রীনিদি বেশ কয়েকবার ঢুকে পড়ে মোহনবাগান বক্সে। মোহনবাগান পেত্রাতসকে তুলনায় নীচের দিকে খেলাচ্ছে। প্রথম ৭ মিনিটে কোনও দলই প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করতে পারেনি।
09 Jan 2024, 07:31 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: শুরু মোহনবাগান বনাম শ্রীনিদি লড়াই
রেফারির বাঁশিতে শুরু মোহনবাগান সুপার জায়ান্ট বনাম শ্রীনিদি ডেকান ম্যাচ। মেহনবাগান ৩-৫-২ ফর্মেশনে দল নামায়। শ্রীনিদি মাঠে নামে ৪-৩-৩ ফর্মেশনে।
09 Jan 2024, 07:17 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: জয় দিয়ে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল
কলিঙ্গ সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদকে পরাজিত করে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ৩-২ গোলে জয় পায় লাল-হলুদ শিবির। এবার জয় দিয়ে অভিযান শুরুর চ্যালেঞ্জ মোহনবাগানের সামনে।
09 Jan 2024, 07:08 PM IST
Mohun Bagan vs Sreenidi Deccan LIVE: শ্রীনিদির প্রথম একাদশ