ISL 2023 ATKMB vs BFC: হার্নান্ডেজ-রয় কৃষ্ণের গোলে, ২-১ হারল এটিকে মোহনবাগান
1 মিনিটে পড়ুন Updated: 05 Feb 2023, 09:23 PM ISTহিরো ইন্ডিয়ান সুপার লিগে শুরুটা দুরন্ত করলেও শেষ পর্যন্ত জিততে পারল না এটিকে মোহনবাগান। জাভি হার্নান্ডেজ ও রয় কৃষ্ণর গোলে ২-০ করে বেঙ্গালুরু। এরমাঝেই বিশ্বমানের গোল করেন জাভি। তবে ম্যাচের শেষ মুহূর্তে পেট্রাটসের গোলে ব্যবধান কমলেও, ম্যাচের হার বাঁচাতে পারেনি প্রিতম কোটালরা।
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ২-১ গোলে জিতল বেঙ্গালুরু এফসি (ছবি-টুইটার বেঙ্গালুরু এফসি)