ISL 2023-24 Points Table After FC Goa vs Mohun Bagan Match: চলতি আইএসএল-এ এফসি গোয়ার অপরাজয়ের তকমা মুছে দিল মোহনবাগান। গোয়ার অপরাজিত হওয়ার দৌড় থামিয়ে দেওয়ার পরে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মোহনবাগান। সবুজ মেরুন যেন আবার নতুন করে জয়ের স্বাদ ও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট বুধবার এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়েছে। এই পরাজয়ের সঙ্গে সঙ্গে এফসি গোয়া টুর্নামেন্টে তাদের প্রথম পরাজয় নথিভুক্ত করেছে।
এদিনের ম্যাচের ৭৪তম মিনিটে দিমিত্রি পেত্রাতোস খেলার একমাত্র গোলটি করেন। এর ফলে চলতি ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ২০২৩-২৪-এর ম্যাচে অষ্টম জয় অর্জন করল সবুজ মেরুন ব্রিগেড। জুয়ান ফেরান্দো চলে যাওয়ার পরে হাবাসের হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে মোহনবাগান। তার সব থেকে বড় ইঙ্গিত দিল এফসি গোয়ার বিরুদ্ধে জয়।
এক নজরে দেখে নেওয়া যাক লিগ টেবিলের অবস্থান-
১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ওড়িশা এফসি। তাদের পরেই রয়েছে এফসি গোয়া। ১২ ম্যাচের শেষে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মোহনবাগান উঠে এসেছে তৃতীয় স্থানে এবং কেরালা ব্লাস্টার্স বর্তমানে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। মুম্বই সিটি এফসিও একটি স্থান হারিয়েছে এবং এখন তারা পঞ্চম স্থানে নেমে গিয়েছে। ১৩ ম্যাচের শেষে তাদের সংগ্রহে রয়েছে ২৫ পয়েন্ট। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি।
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ড্রয়ের পর সপ্তম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। এবং এই হারের ফলে পরের স্থানটি অর্থাৎ আইএসএল পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে জামশেদপুর এফসি। পঞ্জাব এফসি দুই ধাপ উপরে উঠে এসেছে এবং লিগ টেবিলের নয় নম্বরে রয়েছে। কেরালার বিরুদ্ধে সাম্প্রতিক জয়ের পর ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে তারা। দশম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল এফসি এবং একাদশ স্থানে রয়েছে চেন্নাইয়িন এফসি। হায়দরাবাদ এফসি ১৪ ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে সকলের নীচের রয়েছে অর্থাৎ তারা তালিকার ১২ নম্বরে রয়েছে।

দেখুন আইএসএল-এর পয়েন্ট টেবিলে ১২ দলের অবস্থান
আইএসএল ২০২৩-২৪-এ ৮৩ তম ম্যাচের পরে সর্বাধিক গোল করা খেলোয়াড়রা-
১) রয় কৃষ্ণ (ওড়িশা এফসি)- ১১ গোল
২) দিমিত্রিওস দিয়ামান্তাকোস (কেরালা ব্লাস্টার্স)- ৮ গোল
৩) জর্জে পেরেইরা দিয়াজ (মুম্বই সিটি এফসি)- ৬ গোল
৪) ক্লেটন সিলভা (ইস্টবেঙ্গল)- ৬ গোল
৫) দিয়েগো মরিসিও (ওড়িশা এফসি)- ৬ গোল
আইএসএল ২০২৩-২৪-এ ৮৩ তম ম্যাচের পরে সর্বাধিক অ্যাসিস্ট করা খেলোয়াড়রা
১) রাফায়েল শুলার ক্রিভেলারো (চেন্নাইয়িন এফসি)- ৫টা অ্যাসিস্ট
২) সাহাল আব্দুল সামাদ (মোহনবাগান)- চারটে অ্যাসিস্ট
৩) মাদিহ তালাল (পঞ্জাব এফসি)- চারটে অ্যাসিস্ট
৪) আমে রানাওয়াদে (ওড়িশা এফসি)- চারটে অ্যাসিস্ট
৫) লিস্টন কোলাসো (মোহনবাগান)- তিনটে অ্যাসিস্ট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।