বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > India vs China Asian Games Live Streaming: ২১ ঘণ্টা আগে হ্যাংঝাউয়ে পৌঁছাল দল, এশিয়াডে কোথায় লাইভ ভারতের ম্যাচ দেখবেন?
পরবর্তী খবর
India vs China Asian Games Live Streaming: ২১ ঘণ্টা আগে হ্যাংঝাউয়ে পৌঁছাল দল, এশিয়াডে কোথায় লাইভ ভারতের ম্যাচ দেখবেন?
1 মিনিটে পড়ুন Updated: 19 Sep 2023, 09:26 AM ISTAyan Das
একেবারে যেন দায়সারাভাবে ভারতীয় দলকে এশিয়ান গেমসে খেলতে পাঠানো হল। ম্য়াচের মাত্র ২১ ঘণ্টা আগে হ্যাংঝাউয়ে পৌঁছেছে ভারতীয় দল। কার্যত কোনও বিশ্রাম ছাড়াই আজ চিনের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে একটি মহলে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) ম্যাচ। আর সোমবার রাত ১০ টা নাগাদ হ্যাংঝাউয়ে পৌঁছাল ভারতীয় দল। সেই পরিস্থিতিতে মঙ্গলবার চিনের বিরুদ্ধে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় দলের কাছে ক্লান্তিই সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। সেইসঙ্গে পূর্ণশক্তির দলও পাবে না ভারত। কারণ এশিয়ান গেমসের জন্য যে খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে, তাঁরা সবাই একসঙ্গে চিনে পৌঁছাননি। আগামী কয়েকদিনে ধাপে-ধাপে হ্যাংঝাউয়ে পৌঁছাবেন দলের কমপক্ষে পাঁচজন। আর প্রস্তুতির কথা তো বাদ দেওয়াই গেল। অর্থাৎ চিনের বিরুদ্ধে মাঠে নামার আগে থেকেই সুনীল ছেত্রীদের লড়াই করতে হচ্ছে। সেইসব সামলে চিনের বিরুদ্ধে ভারতীয় দল কতটা নিজেদের মেলে ধরতে পারবে, তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্ট মহল।
রবিবার রাত ১০ টা নাগাদ দিল্লি থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ে যায় ভারতীয় দল। একাধিক রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুরে পৌঁছানোর পর শুরু হয় বিপত্তি। ১১ ঘণ্টা 'লে-ওভারের' পরে হ্যাংঝাউয়ের বিমানে ওঠেন ভারতীয় খেলোয়াড়রা। সেইসময় ভারতীয় খেলোয়াড়রা যে হোটেলে বিশ্রাম নেবেন, সেটাও হয়নি। হোটেল ফাঁকা না থাকায় বিমানবন্দরের স্পায়ে তাঁরা বিশ্রাম নিতে বাধ্য হন। সেই ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সোমবার রাতে চিনে পৌঁছে কোচ ইগর স্টিম্যাচ বলেন, ‘বিশ্রাম নেওয়ার সময়। আগামিকালের ম্যাচের জন্য দল তৈরি হয়ে উঠতে পারে কিনা, দেখা যাক।’ সেই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহলের মতে, এখন যা অবস্থা, তাতে প্রাথমিকভাবে সুনীলকে চিনের বিরুদ্ধে বিশ্রাম দেওয়ার কথা বললেও মঙ্গলবার মাঠে নামাতে পারেন স্টিম্যাচ। সন্দেশ ঝিঙ্গানকেও নামানো হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।