শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হবে আর্জেন্তিনা এবং ফ্রান্স। স্বাভাবিকভাবেই ফাইনাল জিততে মুখিয়ে রয়েছে দুই দেশ। ফ্রান্স যেমন এই ফাইনাল জিততে তাকিয়ে থাকবে কিলিয়ান এমবাপে, অ্যান্তন গ্রিজম্যানদের দিকে, ঠিক তেমনভাবে আর্জেন্তিনা তাকিয়ে থাকবে তাঁদের তারকা ফুটবলার লিওনেল মেসির দিকে। ফাইনালের আগেই আর্জেন্তিনা জার্সিতে এটি যে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে তা আগেই ঘোষণা করে দিয়েছেন তারকা। একে বিশ্বকাপ ফাইনাল, তার উপরে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ফলে এই ম্যাচকে ঘিরে মেসিকে নিয়ে উৎসাহ, উদ্দীপনা কম নেই আর্জেন্তিনা ভক্তদের। তবে তাঁদের উদ্বেগ বাড়িয়েছে একটি ঘটনা। ফাইনালের আগে আর্জেন্তিনার অনুশীলনে ছিলেন না মেসি। প্রশ্ন উঠেছে তবে কি তাঁর কোন চোট রয়েছে? থাকলে সেই চোট কতটা গুরুতর? ফাইনালে কি আদৌ খেলতে পারবেন তারকা ফুটবলার? যদি মাঠে নামেনও, কতটা উজাড় করে দিতে পারবেন নিজেকে?
এমন নানা বিধ প্রশ্ন ঘোরাফেরা করছে আর্জেন্তিনা ভক্তদের মনে। যা স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ বাড়িয়েছে তাঁদের কপালে। ফাইনালের আগে আর্জেন্তিনার অনুশীলনে দেখা যায়নি মেসিকে। তাঁর চোট নিয়ে শঙ্কা বেড়ে গিয়েছে সমর্থকদের। শুক্রবার দলের অনুশীলন করেননি মেসি। উল্লেখ্য লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে সেমিফাইনাইলে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসির আর্জেন্তিনা। সেই ম্যাচ চলাকালীন মাঝেমাঝেই নিজের পায়ের পিছন দিক চেপে ধরতে দেখা যায় মেসিকে। সেদিন বেশ কিছু বল চেজ ও করেননি তারকা ফুটবলার। সেদিন ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় মেসিকে একটু অস্বস্তিতে দেখা গিয়েছিল। এমনটাই দাবি করা হয়েছে ‘দ্য মিরর’ সংবাদপত্রের তরফে।
মেসির হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে বলে দাবি করা হয়েছে তাদের তরফে। আর্জেন্তিনা দলের তরফে মেসির চোট নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে দলের এক সূত্রের তরফে জানানো হয়েছে চোট নয় সেমিফাইনালে খেলা অনেক ফুটবলারই শুক্রবার অনুশীলন করেননি। তাদেরকে নাকি বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। যারা অনুশীলন করেননি তাঁরা জিম করেছেন। মেসির চোট নেই বলে জানানো হমেছে আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের তরফে। তাঁর স্পষ্ট বক্তব্য 'মেসির চোট নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২০ মিনিট খেলা হয়েছে। লিও গোটা ম্যাচটা খেলেছে। শারীরিকভাবে ও যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে।' উল্লেখ্য বিশ্বকাপে ইতিমধ্যেই ৫টি গোল করে ফেলেছেন মেসি। তিনটি অ্যাসিস্ট রয়েছে তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।