ভারত সেরা মোহনবাগান, পরপর আইএসএল লিগ শিল্ড জিতে নয়া ইতিহাস। রবিবার যখন ভারত-পাকিস্তান ম্যাচ চলছে দুবাইতে, তখন যুবভারতীতে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল শুভাশিস বোসরা। এই ম্যাচে জয়ের পরেই টানা দ্বিতীয়বারের জন্য শিল্ড নিশ্চিত করল সবুজ-মেরুন শিবির। ম্যাচের নায়ক অবশ্যই দিমি পেত্রাতোস। এদিন তাঁর একমাত্র গোলে জয় পায় মোহনবাগান। দিমি মানেই যে বড় ম্যাচের প্লেয়ার, তা ফের প্রমাণ করলেন তিনি। গত বছর পর্যন্ত মোহনবাগান শিবিরের নিয়মিত ফুটবলার ছিলেন দিমি। তবে এই মরশুমে জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টদের ভিড়ে হারিয়ে যেতে হয়েছে। বেশিরভাগ ম্যাচেই রিজার্ভ বেঞ্চে থেকে শুরু করেছেন। এদিনও তাই ছিল।
অনুপ্রেরণা জুগিয়েছেন দাদু:
৭৭ মিনিটে মাঠে এসেছিলেন দিমি। তবে অল্প সময়েই কামাল করে দেখান। খেলা যখন ইনজুরি টাইমে, তখন গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করেন। নয়নের মণে হয়ে ওঠেন সবুজ-মেরুন সমর্থকদের। কিন্তু একটা সময় প্রবল সমালোচনা করা হয়েছিল তাঁর। যেতে হয়েছে কঠিন সময়ের মধ্যে দিয়ে। সেই সময় দিমির মনোবল বাড়িয়েছেন তাঁর দাদু। রবিবার ম্যাচ জিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই জানালেন সেই কথা।
তিনি জানিয়েছেন যে এই গোলটি তাঁর সেরা ৩টি গোলের একটি। দিমি এই গোলটি সমর্থক, সতীর্থ এবং নিজের পরিবারকে উৎসর্গ করেন। তিনি বলেন, ‘আমি গোলটি সমর্থক, সতীর্থ এবং আমার পরিবার, স্ত্রী, সন্তান, দাদু, দিদা - যারা সবসময় আমার পাশে ছিল তাদের উৎসর্গ করছি। বিশেষভাবে আমার দাদুর কথা বলব। সবসময় বলত- তুমি গোল করছিস না কেন, লড়াই কর। সবসময় আমায় তাতিয়ে তুলত।’
গোল করব ভেবে মাঠে নামিনি
ম্যাচের নায়ক দিমি জানিয়েছেন যে যখন তিনি মাঠে নামেন তখন এটা ভেবে আসেননি যে গোল করবেন। তাঁকে গোল করার শক্তি জুগিয়েছেন গ্যালারিতে বসে থাকা সমর্থকরা। তিনি বলেন, ‘আমি যখন মাঠে নামলাম তখন গ্যালারির সমর্থকদের উচ্ছাস দেখে গোল করার শক্তি পেলাম। আমি গোল করব এটা ভেবে আসেনি। শুধু ঠিক করেছিলাম, নিজের সেরাটা দেব। আমার মানসিকতা খুব স্পষ্ট ছিল। খুব বেশি কিছু ভাবিনি। নিজের খেলাটা খেলেছি।’
উল্লেখ্য, গত বছরও আইএসএল লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। তবে কাপ জয় অধরা ছিল। ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল। কিন্তু এবার সেই ভুল করতে নারাজ দিমি। শিল্ডের পর কাপ জেতাও লক্ষ্য তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।