‘পুষ্পা’ এবং‘RRR’-এর পরে আরও একটিদক্ষিণী ছবি বিশ্ব মাতাচ্ছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল পুষ্পা সিনেমা। এই ছবির গান ও প্রায় প্রতিটি সংলাপকে নকল করতে দেখা গিয়েছে দেশ ও বিদেশের বহু ক্রিকেটারকে। পুষ্পা ছবির সিগনেচার নাচের স্টাইল থেকে ছবির বিভিন্ন দৃশ্যকে নকল করেছেন বহু তারকা। এবার সেই পথেই হাঁটতে চলেছে দক্ষিণের আরও একটি ছবি। এ বার কন্নড় ছবি ‘K.G.F. - চ্যাপ্টার 2’ এর নামকে ব্যবহার করল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। নিজেদের দলের সঙ্গে তিন তারকার নামের সঙ্গে মিল খুঁজে নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেইপিএল-এর অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি।
বুধবার,ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ফুটবল দল ম্যাঞ্চেস্টার সিটি সোশ্যাল মিডিয়ায় কন্নড় ফিল্ম ‘K.G.F. - চ্যাপ্টার 2’ কে ট্রিবিউট দিয়েছে। আসলে ছবিতে K.G.F.এর অর্থ হল‘কোলার গোল্ড ফিল্ড’। তবে ম্যাঞ্চেস্টার সিটি তাদের তিন তারকা খেলোয়াড় কেভিন ডি'ব্রুইন, ইলকায় গুনদোয়ান এবং ফিল ফোডেনের একটি ছবি শেয়ার করে এটিকেই তাদের K.G.F.বলেছে।এই ত্রয়ীকে ম্যাঞ্চস্টার সিটির‘নিজস্ব KGF’ বলে আখ্যা করেছে ম্যান সিটি। পোস্টটি অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতারের নজর কেড়েছে।তিনি ছবিটির হিন্দি সংস্করণ উপস্থাপন করেছেন। ফারহান এই পোস্টের প্রশংসা করেছেন ও পরে এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ম্যাঞ্চেস্টার সিটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তিনজন খেলোয়াড়ের একটি ছবি শেয়ার করা হয়েছে। তাদের ডাকনাম হল কেভিন, গুন্ডো এবংফোডেন। তাদের ছবির নীচে তাদের নাম লেখা হয়েছে।এরসঙ্গেKGF লেখা হয়েছে। এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল,‘আমাদের নিজস্বKGF!’ ফারহান প্রথমে পোস্টটিতে মন্তব্য করেছিলেন।

এই পোস্টটিকে‘উজ্জ্বল’ বলে অভিহিত করেছিলেন এবং তারপরে এটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছিলেন। তিনি পাশাপাশি লিখেছেন,‘যখন আপনার দল এবং চলচ্চিত্র একে অপরকে খুঁজে পায়।’ অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ম্যাঞ্চেস্টার সিটির ভক্ত হয়ে গিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।