এটিকে-মোহনবাগানের মাঝমাঠের ভরসা জনি কাউকো চোট পেয়ে ছিটকে যাওয়ায় কার্যত চাপের মুখে পড়েছিল সবুজ-মেরুন শিবির। সুস্থ হওয়ার জন্য তিনি ফিনল্যান্ডে ফিরে গেলেও তাঁর অবদান ভোলেনি এটিকে-মোহনবাগান। ফিনল্যান্ডের তারকাকে বিশেষ সম্মান জানাতে ফিনল্যান্ড থেকে গোয়া উড়িয়ে আনার পরিকল্পনা নিয়েছে টিম এটিকে মোহনবাদান। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের ফাইনালে নামার আগে জনিকে গোয়া নিয়ে আসতে চান এটিকে মোহনবাগানের কর্তারা। সব ঠিক থাকলে শনিবার ফতোরদা স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যাবে ফিনল্যান্ডের হয়ে ইউরো ২০২০-তে খেলা তারকা ফুটবলারকে। জনির আগমনের খবরে সবুজ-মেরুন শিবিরে খুশির আবহ।
আরও পড়ুন… ICC Elite Panel: সরে দাঁড়ালেন আলিম দার, দায়িত্বে এহসান রাজা ও আদ্রিয়ান হোল্ডস্টক
এদিকে শনিবার সন্ধ্যায় গোয়ার ফতোরদায় পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি-র টানা ১১ ম্যাচে জয়ের দৌড় থামিয়ে খেতাবজয়ের সব রকম প্রস্তুতি চলছে এটিকে মোহনবাগান শিবিরে। গত দু’দিনে বেঙ্গালুরু এফসি-র রক্ষণে কী ভাবে চিড় ধরানো হবে, তার পরিকল্পনা অনুযায়ী যেমন অনুশীলন করিয়েছেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো, তেমনই প্রীতম কোটালরা কী ভাবে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণদের রুখবেন, তারও প্রশিক্ষণ চলেছে সমানতালে। সব মিলিয়ে বেশ জমজমাট অনুশীলনের পর বৃহস্পতিবার গোয়ায় রওনা দিয়েছে তারা। গোয়ায় পৌঁছে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন… আমি ইংরাজি জানি বলে সৌরভ স্লেজিং-এর দায়িত্ব দিয়েছিল- ২০০১ ইডেনের স্মৃতিচারণা বাদানির
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।