সংযুক্ত আরব আমির শাহিতে (UAE) ২৭শে অগস্ট থেকে শুরু হতে চলেছে ২০২২ এশিয়া কাপ। তবে তার আগে প্রত্যেক দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাকিস্তান দলও নিজেদের শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছে। তাদের দলের তারকারাও নিজেদের মতো তৈরি করছে। এমন অবস্থায় পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। পাকিস্তান ক্রিকেট দল সংযুক্ত আরব আমির শাহিতে পৌঁছলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োতে মহম্মদ রিজওয়ানকে বাসে কোরান পড়তে দেখা যাচ্ছে।
আরও পড়ুন… Asia Cup-ভারত-পাক মহারণের আগেই মুখোমুখি কোহলি-বাবর! সামনে এল ভিডিয়ো
এভাবেই সোশ্যাল মিডিয়ার শিরোনামে জায়গা পেয়ে গিয়েছেন মহম্মদ রিজওয়ান। ভিডিয়োতে দেখা যায়,দুবাইতে নামার আগে বাসে ভ্রমণের সময় বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা। অন্যদের থেকে আলাদা বসে কোরান পড়ছিলেন রিজওয়ান। ভক্তরা তাঁকে লক্ষ্য করেছেন এবং মহম্মদ রিজওয়ানের ভিডিয়োর অংশে মন্তব্য করতে শুরু করেছেন। পাকিস্তানি ভক্তরা এই ছবিটিকে বেশ পছন্দ করেছেন। সকলেই মহম্মদ রিজওয়ানের প্রশংসা করে বলেন,‘সব খেলোয়াড়রা যখন মোবাইলে ব্যস্ত, তখন রিজওয়ান কোরান পড়ছেন।’
আরও পড়ুন… Asia Cup-করোনা কাঁটায় বাদ দ্রাবিড়, কোচিং করবেন লক্ষ্মণ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।