লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্টের প্রথমদিনে ১৭ উইকেট পড়ল। তাও পুরো ৯০ ওভার খেলা হয়নি। প্রথমদিনে ৭৬ ওভার খেলা হয়েছে। একটা সময় তো আট রানে পাঁচ উইকেট খুইয়ে ফেলে ইংল্যান্ড। তারপরেই নেটিজেনরা খোঁচা দিয়েছেন, এবার কি লর্ডসের পিচকেও বাজে বলা হবে?
বৃহস্পতিবার লর্ডসে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তৃতীয় ওভারেই ধাক্কা খান কিউয়িরা। যে ধাক্কা সামলাতে পারেননি কেন উইলিয়ামসনরা। একটা সময় তো নিউজিল্যান্ডের স্কোর সাত উইকেটে ৪৫ রান হয়ে গিয়েছিল। সেখান থেকে কিছুটা মুখরক্ষা করেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৫০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। ২৩ বলে ২৬ রান করেন টিম সাউদি। ১৬ বলে ১৪ রান করেন ট্রেন্ট বোল্ট।
আরও পড়ুন: ENG vs NZ: টেস্টের ইতিহাসে চূড়ান্ত লজ্জার মুখে নিউজিল্যান্ড, ইংল্যান্ডে অসহায় হাল কেনদের
সেই রান তাড়া করতে নেমে ভালো শুরু করে ইংল্যান্ড। বিনা উইকেটে ৫৯ রান তুলে ফেলে ইংল্যান্ড। ৪৩ রান করে কাইল জেমিসনের বলে আউট হয়ে যান জ্যাক ক্রলি। ৭৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। দলগত ৯২ রানের মাথায় প্যাভিলিয়নের রাস্তা ধরেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তারপরই শুরু হয় ইংরেজ ব্যাটারদের আসা-যাওয়া। দু'উইকেটে ৯২ রান থেকে ১০০ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর সাত উইকেটে ১১৬ রান। আপাতত ক্রিজে আছেন বেন ফোকস (শূন্য রান) এবং স্টুয়ার্ড ব্রড (চার রান)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।